মাল নদীতে বিসর্জনের সময় দুর্ঘটনায় স্বজনহারাদের হাতে চাকরির অফার লেটার তুলে দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোরাধ্যায় (Malbazar- Mamata Banerjee)। মঙ্গলবার, মালবাজারে প্রশাসনিক বৈঠকে মালবাজারে বিসর্জন বিপর্যয়ে উদ্ধারকারীদের ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। উদ্ধারকারী ৭ যুবককে ১ লক্ষ টাকার চেক ও রাজ্য সরকারের তরফ থেকে সাহসিকতার শংসাপত্র প্রদান দেন মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্ধারকারী যুবকদের চাকরির প্রস্তাবও দেন তিনি। যাঁদের চেয়েছেন তাঁদের নিয়োগের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
এর পাশাপাশি বিসর্জনে দুর্ঘটনার সময় নিহতদের পরিবারের নিকট আত্মীয়দের চাকরির অফার লেটারও দেন মমতা। পূর্ব নির্ধারিত সূচি ছাড়াই সোমবার বিকেলে মালবাজারে পৌঁছেই মাল নদীতে বিসর্জনের সময় দুর্ঘটনায় স্বজনহারাদের বাড়ি যান মুখ্যমন্ত্রী (Malbazar- Mamata Banerjee)। পাশে থাকার আশ্বাস দেন তিনি। এদিনের প্রশাসনিক বৈঠকে স্বজনহারা পরিবারের সদস্যদের যেতে বলা হয়। সেই মতো উপস্থিত হন তাঁরা। উপযুক্ত ব্যক্তির হাতে অফার লেটার তুলে দেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: অঘােষিত আর এক জরুরি অবস্থা
সেদিন যাঁরা প্রবল জলের তোড়ে ভেসে যাওয়া মানুষদের প্রাণ ঝুঁকি নিয়ে বাঁচিয়ে ছিলেন সেই ৭ যুবকের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। তাঁদের প্রশংসা করেন, ধন্যবাদ জানান। একই সঙ্গে মালবাজারের আদিবাসী নাচের দলের সদস্যদের সিভিক ভলেন্টিয়ার চাকরি দেন তিনি।