আরটিআই ফাইল করে টুইটারে আদিত্যনাথের বিজ্ঞাপনের বিরুদ্ধে সোচ্চার সাকেত

Must read

গতকালের যোগী সরকারের দেওয়া ভুল বিজ্ঞাপনের দায় স্বীকার করে নিলেন সংবাদমাধ্যম। কিন্তু তার পরেও থেমে নেই বিতর্ক। যোগীর রাজ্যে উন্নয়নের বিজ্ঞাপনে কলকাতার মা উড়ালপুলের ছবি প্রকাশ্যে আসার পর ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। বেগতিক বুঝে এই ঘটনায় এবার সংবাদপত্রের উপর ভুলের দায় চাপালো উত্তরপ্রদেশ সরকার। উত্তরপ্রদেশ সরকারের এই অভিযোগ মেনে নিয়েছে সংবাদপত্র গোষ্ঠীও। ক্ষমা চেয়ে বিজ্ঞাপনটি ইতিমধ্যে ডিজিটাল মাধ্যম থেকে সরিয়েও নেওয়া হয়েছে।

এই অবস্থায় সাকেত গোখলে নিজের টুইটার হ্যান্ডেলে একটি পোস্ট করেন যার ফল বিতর্কে কিছুটা আগুনে ঘি ঢালার মত হয়। তিনি এই বিজ্ঞাপনকে কেন্দ্র করে একটু আরটিআই ফাইল করেন। যেখানে তিনি উত্তরপ্রদেশ সরকারের দিকে ছুঁড়ে দিয়েছেন বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তিনি উত্তরপ্রদেশ সরকারকে নিশানা করে লেখেন

১. এই ভুয়ো বিজ্ঞাপনটি কে বানিয়েছিল, উত্তরপ্রদেশ সরকার না সংবাদমাধ্যম

২. অজয় বিষ্ট এর টিমের মধ্যে কে এই বিজ্ঞাপনটির অনুমোদন দিয়েছিল

৩. এই বিজ্ঞাপনের দায়িত্বে যিনি ছিলেন তার থেকে এই বিজ্ঞাপনের কপি চাওয়া হয়েছে

এই প্রসঙ্গে তিনি আরও বলেন, যদি অজয় বিষ্ট গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে এভাবে অবমাননা করেন তবে এর বিরুদ্ধে অতি সত্তর প্রতিবাদ করা উচিত।

 

 

Latest article