মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও শ্রম দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী বেচারাম মান্নার উদ্যোগে আজ, সোমবার থেকে রাজ্যের ৭০টি চটকলে ১ লক্ষ নতুন শ্রমিক প্রশিক্ষণ কাজ শুরু করল রাজ্য সরকার।
আরও পড়ুন-ভারতীয় মুক্তিযোদ্ধা যতীন্দ্র নাথ দাসের প্রয়াণ দিবসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্রদ্ধার্ঘ্য
এদিন শক্তিগড় টেক্সটাইল ও ইন্ডাস্ট্রির অন্তর্গত রিষড়ার হেস্টিংস জুট মিলে এই প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের শ্রমমন্ত্রী বেচারাম মান্না। উপস্থিত ছিলেন শ্রম কমিশনার জাভেদ আকতার, প্রাক্তন সাংসদ তথা তৃণমূলের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দোপাধ্যায়, শ্রীরামপুরের বিধায়ক ডঃ সুদীপ্ত রায়, রিষড়ার পৌর-প্রশাসক বিজয় সাগর মিশ্র, শ্রীরামপুরের পৌরপ্রশাসক গৌরমোহন দে, অতিরিক্ত লেবার কমিশনার তীর্থংকর সেনগুপ্ত, শক্তিগড় টেক্সটাইল ও ইন্ডাস্ট্রির সঞ্জয় কাজারিয়া সহ আধিকারিকবৃন্দ।