সংবদদাতা, আসানসোল: ফের ধস নামল আসানসোলের ডামরায় ইসিএলের খনি এলাকায়। ধসের জেরে ফাটল ধরে রাস্তা থেকে বাড়ির দেওয়াল ও মেঝেতে। আতঙ্কে এলাকাছাড়া প্রায় ১৫টি পরিবার। সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে গেলে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে গো ব্যাক স্লোগান দেন ক্ষুব্ধ বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রবিবার রাতে সবাই যখন গভীর ঘুমে তখনই আচমকা ধস নামে। বাড়ি রীতিমত কাঁপতে থাকে, দেওয়াল মেঝেতে ফাটল ধরে যায়। আতঙ্কিত বাসিন্দারা রাতেই এলাকা ছেড়ে চলে আসেন । কিছু পরিবার সোমবার সকালে এলাকা ছাড়েন । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই এলাকায় এর আগে বেশ কয়েকটি গ্রাম একইভাবে ধসের কবলে পড়েছে। বস্তুত আসানসোলের কয়লাখনি অধ্যুষিত বিস্তীর্ণ এলাকায়, এই ধস ও খোলামুখ খাদানে আগুন লাগা শতাব্দী-প্রাচীন সমস্যা।
আরও পড়ুন : ১ লক্ষ চটকল শ্রমিকের স্কিল ডেভেলপমেন্টের সূচনা করল রাজ্য সরকার
সাধারণভাবে, খনি থেকে কয়লা তোলার পর, ফাঁকা অংশ বালি দিয়ে ভরাট করে দেওয়ার কথা। খননের সময় অনেক সময়ই এই বিধি মানা হয়নি। ইসিএল-এর পক্ষ থেকে এই কাজ সুষ্ঠুভাবে করা হয় না বলে অভিযোগ। খনি থেকে ইসিএল প্রচুর পরিমাণে কয়লা তোলার পরেও, সেইসব খনিতে কিছু পরিমাণ কয়লা থেকে যায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সেই কয়লা তোলার কাজে নামে কয়লা মাফিয়ার দল। ইসিএল-এর কিছু আধিকারিক। এই বেআইনি খোড়াখুড়ি এবং খনি ঠিক মতো ভরাট না করার কারণেই এই এলাকার একের পর এক গ্রামে ধস নামছে।