ঋণ শোধ করতে না পেরে আত্মহত্যার চেষ্টা

জিআরপি কাটোয়া শাখার পুলিশ বৃহস্পতিবার রাতে কাটোয়া-আজিমগঞ্জ শাখার কেতুগ্রামের শিবলুন স্টেশনের কাছ থেকে ওঁকে উদ্ধার করে

Must read

সংবাদদাতা, কাটোয়া : বিপুল ঋণ শোধ করতে না পেরে আত্মঘাতী হতে চেষ্টা করলেন এক ব্যক্তি। ট্রেনে রুদ্রভৈরব মুখোপাধ্যায় নামে ওই ব্যক্তির ডান পা কাটা গিয়েছে, অন্য পাও গুরুতর জখম। ওঁর অভিযোগ, পাওনাদাররা দড়ি দিয়ে বেঁধে রেললাইনে ফেলে গিয়েছিল। জিআরপি কাটোয়া শাখার পুলিশ বৃহস্পতিবার রাতে কাটোয়া-আজিমগঞ্জ শাখার কেতুগ্রামের শিবলুন স্টেশনের কাছ থেকে ওঁকে উদ্ধার করে প্রথমে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করে।

আরও পড়ুন-চাপের মুখে পড়ে বৈঠক করলেন ইসিএল-কর্তারা, অভিনব প্রতিবাদ খনি ধসে ক্ষতিগ্রস্তদের

অবস্থার অবনতি হওয়ায় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সরকারি কর্মী রুদ্রভৈরব ও তাঁর পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, বাজারে বিপুল দেনা রয়েছে ওঁর। রুদ্র জানিয়েছেন, বৃহস্পতিবার গ্রামের বাড়ি অম্বলগ্রাম যাওয়ার পথে দুজন জোর করে তাঁকে মোটরবাইকে তুলে কিছু খাইয়ে বেহুঁশ করে রেললাইনে ফেলে রেখে যায়। এক লাখ কুড়ি হাজার টাকা সহকর্মীদের কাছে ঋণ নিয়েছিলেন। তা শোধ করতে কাটোয়ার একজনের কাছে টাকা ধার করেন। পাওনাদার টাকার জন্য হুমকি দিচ্ছিল। জিআরপি-র ওসি সন্দীপ মুখোপাধ্যায় বললেন, ‘উনি যেভাবে পড়েছিলেন, তাতে কেউ বেঁধে ফেলে রেখেছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে না। একটা দড়ি অবশ্য ঘটনাস্থলে মিলেছে।’ পুলিশের ধারণা, দেনা শোধ করতে না পেরে আত্মহত্যা করতে গিয়েছিলেন।

Latest article