সংবাদদাতা, বারাসত : দুর্গাপুজোয় আগমনি গানের অ্যালবাম প্রকাশ করেছিলেন। এবার কালীপুজোর আগে কালী প্রতিমার পায়ের কাছে বসে শ্যামাসংগীতের অ্যালবাম প্রকাশ করলেন অশোকনগরে বিধায়ক তথা জেলা পূর্ত ও পরিবহণ কর্মাধ্যক্ষ নারায়ণ গোস্বামী।
আরও পড়ুন-ঋণ শোধ করতে না পেরে আত্মহত্যার চেষ্টা
শুক্রবার বারাসত আগুয়ান সঙ্ঘের পুজোমণ্ডপে ৫০ ফুট উচ্চতার নির্মীয়মাণ কালীমূর্তির পায়ের কাছে বসে তাঁর নিজের কণ্ঠে গাওয়া ‘মা গো আনন্দময়ী’ গানের অ্যালবাম প্রকাশ করেন। আগুয়ান সঙ্ঘের কালীপুজোর অন্যতম উদ্যোক্তা নারায়ণ জানান, ছোটবেলা থেকেই গানের প্রতি আকর্ষণ ছিল। কাজের চাপে তা প্রকাশ করতে পারেননি। এখন সেই সুপ্ত ইচ্ছার প্রকাশ ঘটাতে চাইছেন। পুজো নিয়ে বলেন, বারাসাতের কালীপুজোর ঐতিহ্য বহু বছরের। সেই ধারাকে বজায় রেখে আগুয়ান সঙ্ঘের ৫০তম বর্ষে ৫০ ফুট উচ্চতার প্রতিমা ইতিমধ্যেই খবরের শিরোনামে। এত বড় প্রতিমা সাম্প্রতিককালে বারাসতে দেখা যায়নি। ভিন জেলা থেকেও মানুষ প্রতিমা দেখতে এখনই ভিড় জমাচ্ছে।