সংবাদদাতা, বারাসত : শনিবার বারাসত ও মধ্যমগ্রামের কালীপুজোর গাইড ম্যাপ (Kali Puja Guide Map) প্রকাশ করল জেলা পুলিশ। শনিবার জেলাশাসক শরদকুমার দ্বিবেদী, পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায়-সহ অন্য আধিকারিকদের উপস্থিতিতে সাংবাদিক বৈঠকে। জেলাশাসক বলেন, জেলায় মোট ২৪০০টি কালীপুজো হচ্ছে। পুজোয় এবার জেলায় ঝড়ের পূর্বাভাস আছে। তাই পুজো কমিটি ও সমুদ্র উপকুলবর্তী বসিরহাটের সুন্দরবন এলাকাগুলিকে সতর্ক করা হয়েছে। পাশাপাশি শব্দবাজি নিষিদ্ধ করা হয়েছে। ঝড়ের সময় মণ্ডপে না থেকে মানুষকে বাড়িতে থাকার অনুরোধ করেন জেলাশাসক। এসপি রাজনারায়ণ মুখোপাধ্যায় জানান, ২৩ থেকে ২৭ তারিখ পর্যন্ত যান নিয়ন্ত্রণ করা হবে। ৩৪ নম্বর জাতীয় সড়ক বিকেল ৪টে থেকে ভোর ৪টে পর্যন্ত বন্ধ থাকবে। তবে ৩৫ নম্বর জাতীয় সড়ক খোলা থাকবে। বড় গাড়ি ছাড়া নির্দিষ্ট সময়ে ছোট গাড়িগুলির গতিপথ পরিবর্তন করা হবে। আপৎকালীন চলাচলের বিশেষ ব্যবস্থা থাকবে। ফানুস আটকানোর জন্য থাকবে ড্রোনের নজরদারি। ইতিমধ্যেই ৪ হাজার কিলো শব্দবাজি বাজেয়াপ্ত করেছে জেলা পুলিশ। পুজোর (Kali Puja Guide Map) সময় ইভটিজিং বা অন্যান্য অপরাধ আটকানোর জন্য মোতায়েন থাকছে সাদা পোশাকের পুলিশ। এছাড়াও নজরদারি চালাতে প্রচুর পুলিশ ও মহিলা পুলিশ থাকছে।
আরও পড়ুন: রাজ্যের বকেয়া পেতে দিচ্ছে না কাঁথির গদ্দার