প্রতিবেদন : পড়াশোনার চাপে এখনকার ছোটদের নেই খেলাধুলো করার সময়। নেই নাচ, গান, আঁকায় খরচ করার মতো বাড়তি সময়। নানাবিধ চাপে শিশুসুলভ মনোভাবের বদলে তারা আজ যান্ত্রিকতার শিকার। কিন্তু এর মধ্যেই পুরুলিয়া চকবাজারের ৮ বছরের ছোট্ট অরণ্য দত্ত (Aranya Dutta- Goddess Kali) ফেলে দেওয়া জিনিস দিয়ে এক ফুটের কালীমূর্তি বানিয়ে বাড়ির লোকজন আর পাড়াপ্রতিবেশীদের চমকে দিল। অরণ্য পড়ে পুরুলিয়ার এক বেসরকারি স্কুলে দ্বিতীয় শ্রেণিতে। শিল্পকলা ও মূর্তি তৈরি করতে তার ভাল লাগে।
আরও পড়ুন: এড়োয়ালির কালীপুজো: পারিবারিক মিলনমেলা
পড়াশোনার পাশাপাশি সারাদিন টুকটাক কিছু না কিছু গড়তে ব্যস্ত থাকে সে। দুর্গাপুজোর আগে দেড় ফুটের দুর্গামূর্তি বানিয়েছিল। সেই মূর্তি শুধু বানিয়ে যত্ন করে সাজিয়ে রাখা নয়। তার আবদারমতো মা-বাবা রীতিমতো পুজোর ব্যবস্থাও করেন ছেলের ছোট্ট হাতে তৈরি দুর্গার। দশমীতে নিয়ম মেনে ভাসানও হয় তার।
এবার ফেলে দেওয়া জিনিসপত্র এক জায়গায় করে সে এক ফুটের কালীপ্রতিমা তৈরি করে ফেলেছে। এবারেও ছোট্ট অরণ্যর (Aranya Dutta- Goddess Kali) বায়না মেটাতে ওই মূর্তির পুজো হবে তাদের বাড়িতে। ছোট্ট অরণ্যর কথায়, প্রতিমা তৈরি করতে তার ভীষণ ভাল লাগে। মাটির প্রতিমা নয়, কাগজ ও নানা রং দিয়ে ফেলে দেওয়া জিনিস গুছিয়ে কালীপ্রতিমা গড়েছে অরণ্য। স্কুলের ক্লাস, টিউশনি এবং অন্যান্য কাজ সামাল দিয়ে তার ফাঁকে বাকি সময় খেলাধুলো না করে টানা কয়েকদিন সময় দিয়েছে কালীমূর্তি তৈরিতে। বাবা সারাদিন ব্যবসার কাজে ব্যস্ত থাকায় মাঝেমধ্যে মায়ের সাহায্য নিয়েই চলছে তার মূর্তি তৈরির কাজ। অরণ্যের বাবার বক্তব্য, ছেলের আঁকায় বেশ ঝোঁক আছে। ভবিষ্যতে সে যদি এই পথে এগোতে চায়, তাঁরা অবশ্যই পাশে থাকবেন। ছোট্ট অরণ্যর এই অবাক করা সৃজনকাজ দেখে উচ্ছ্বসিত সবাই।