সংবাদদাতা, বসিরহাট : বসিরহাটের সুন্দরবন এলাকার মানুষকে রক্ষা করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমফান ঝড়ের মতোই রাতভর বসিরহাটের কন্ট্রোল রুমে থেকে সুন্দরবনের সিত্রাং-পরিস্থিতির উপর নজর রাখবেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সঙ্গে থাকবেন জেলাশাসক শরদকুমার দ্বিবেদী, বসিরহাটের মহকুমা শাসক মৌসম মুখোপাধ্যায় ও বসিরহাটের পুলিশ সুপার জে বি থমাস কে-সহ আরও প্রশাসনিক আধিকারিক।
আরও পড়ুন –সুন্দরবনে প্লাবনের শঙ্কা, তৈরি প্রশাসন
মাঝরাতেই হয়তো সুন্দরবনের উপর দিয়ে বয়ে চলে যাবে ঘূর্ণিঝড় সিত্রাং। আর তাই ইতিমধ্যে বসিরহাট মহকুমার দশটি ব্লকের প্রত্যেকটি বিডিও অফিসে একটি করে কন্ট্রোল রুম খোলা হয়েছে। সন্দেশখালি ১ ও ২ নং, হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ, হাড়োয়া ও স্বরূপনগর-সহ বিস্তীর্ণ এলাকায় ঝড়ের পরিস্থিতির উপর নজর রাখার জন্য কন্ট্রোল রুম করা হয়েছে। যার মুখ্য কন্ট্রোল রুম খোলা হয়েছে বসিরহাটের মহকুমা শাসকের দফতরে। যেখানে কন্ট্রোল রুমে রাতভর থেকে ঘূর্ণিঝড় পরিস্থিতির দিকে নজর রাখবেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সোমবার সন্ধ্যায় বসিরহাট মহকুমা শাসকের দফতরে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বসিরহাটের সেচ দফতর, বিদ্যুৎ দফতর পূর্ত ও পুলিশ আধিকারিকদের সঙ্গে এক বৈঠক সারেন। মন্ত্রী জানান, যেহেতু বিগত দিনগুলিতে ইয়াস এবং আমফানে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছিল সেইজন্য তাঁরা কোনওরকম ত্রুটি রাখতে রাজি নন।