প্রতিবেদন : সোমবার ২৪ অক্টোবর ছিল কলকাতা (Kolkata) মেট্রোর (metro) জন্মদিন। ১৯৮৪ সালে এ দিনটিতেই ভারতের প্রথম মেট্রো রেলের যাত্রা শুরু হয়েছিল। এদিন প্রথম ট্রেনটি এসপ্ল্যানেড স্টেশন থেকে ছেড়ে ভবানীপুর ( যা বর্তমানে নেতাজি ভবন নামে পরিচিত) স্টেশন পর্যন্ত গিয়েছিল। এই দিনটিকে স্মরণ করে এদিন কালীঘাট মেট্রো স্টেশনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আরও পড়ুন –বৃষ্টি উপেক্ষা করে মণ্ডপে ভিড়
প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মেট্রো রেলের অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার ও প্রিন্সিপাল চিফ ইঞ্জিনিয়ার এইচ. এন. জয়সওয়াল। স্কুলের বাচ্চারা জন্মদিনের কেক কাটে। এইচ. এন. জয়সওয়াল তাঁর ভাষণে বলেন, কলকাতা মেট্রো অত্যন্ত দ্রুতগতিতে বিস্তার লাভ করছে।