নিউ ইয়র্ক, ২৫ অক্টোবর : ২৩ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী সেরেনা উইলিয়ামস টেনিস কোর্টে ফের প্রত্যাবর্তনের বার্তা দিলেন। অথচ মাস দেড়েক আগেই যুক্তরাষ্ট্র ওপেনের তৃতীয় রাউন্ডে ছিটকে যাওয়ার পর ভক্তদের কাছ থেকে বিদায়ী অভ্যর্থনা পেয়েছিলেন। টেনিস দুনিয়াও নিশ্চিত ছিল, ফ্ল্যাশিং মিডোয় শেষ ম্যাচ খেলে ফেলেছেন মার্কিন তারকা। যদিও সেরেনা স্বয়ং তাঁর অবসর নিয়ে ধোঁয়াশা রেখে দিয়েছিলেন। আবার রজার ফেডেরারের অবসরের পর নিজের ক্লাবে (রিটায়ারমেন্ট) স্বাগত জানিয়েছিলেন সেরেনা। কিন্তু মঙ্গলবার তিনি প্রথম খোলাখুলি জানিয়ে দিলেন, অবসর এখনও নেননি। ফিরে আসার সম্ভাবনা অনেক বেশি।
আরও পড়ুন-পুরস্কৃত হবেন অচিন্ত্য-সৌরভ
৪১ বছরের টেনিস কিংবদন্তি বলেন, ‘‘আমি অবসর নিইনি। অবসর নিয়ে এখনও কিছু ভাবিনি। আমার ফিরে আসার সম্ভাবনা অনেক বেশি। আপনারা আমার বাড়িতে এসে দেখতে পারেন, এখানে টেনিস কোর্ট রয়েছে।” নতুন বছরে অস্ট্রেলিয়ান ওপেনে ফেরার ইঙ্গিত দিয়ে সেরেনা বলেছেন, ‘‘অস্ট্রেলিয়ায় যাব কি না, জানি না। তবে সব সময় আমি অস্ট্রেলিয়ায় খেলতে ভালবাসি।” যোগ করেন, ‘‘যুক্তরাষ্ট্র ওপেনে শেষ ম্যাচ খেলার পর একদিন সকালে ঘুম থেকে উঠে কোর্টে গেলাম। জীবনে প্রথমবার মনে হল, আমি কোনও প্রতিযোগিতায় নামার জন্য খেলছি না। এক অদ্ভুত অনুভূতি হল। এই সময়টা আমি উপভোগ করছি। একইসঙ্গে একটা ভারসাম্য খোঁজারও চেষ্টা করছি।”