প্রতিবেদন : সময়টা দু’ঘণ্টার একটু বেশি। আর তাতেই কার্যত উলটপালট গোটা দুনিয়া। সবারই প্রশ্ন, হলটা কী? প্রায় সওয়া দু’ঘণ্টার উৎকণ্ঠা কাটিয়ে ফের ধড়ে প্রাণ এল বিশ্ববাসীর। চালু হল হোয়াটসঅ্যাপ। বিশ্বের বৃহত্তম মেসেজিং অ্যাপ পরিষেবা। মঙ্গলবার প্রায় দু’ঘণ্টা যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকার পর দুপুর আড়াইটের পর থেকে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে হোয়াটসঅ্যাপ পরিষেবা। তবে পুরো স্বাভাবিক হতে আরও কিছু সময় গড়িয়ে যায়।
আরও পড়ুন-সিত্রাংয়ে বাংলাদেশে বিপর্যয়
সন্ধের পর পুরো পরিষেবা স্বাভাবিক হয়ে গিয়েছে বলেই সংস্থার দাবি। তবে কী কারণে এই সমস্যা দেখা দিয়েছিল তা নিয়ে একটা শব্দও খরচ করেনি হোয়াটসঅ্যাপের নিয়ন্ত্রক সংস্থা মেটা। মঙ্গলবার দুপুর বারোটার পর হঠাৎই বন্ধ হয়ে যায় হোয়াটসঅ্যাপ পরিষেবা। কয়েক মিনিটের মধ্যেই কয়েক হাজার ব্যবহারকারী হোয়াটসঅ্যাপে সমস্যার কথা জানান। দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই অভিযোগ করেন, গ্রুপে পাঠানো বার্তা যাচ্ছে না। কেউ বলেন, ব্যক্তিগত ভাবে পাঠানো বার্তাও দেখা যাচ্ছে না। সমস্যা সামনে আসতেই এ নিয়ে কোনও কারণ না দেখালেও মেটার তরফে দ্রুত পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়। কিন্তু তারপরও প্রায় ২ ঘণ্টা অচলাবস্থা জারি ছিল। যদিও ততক্ষণে সামাজিক মাধ্যমে গেল গেল রব উঠে যায়।