সংবাদদাতা, জলপাইগুড়ি : কারও পরিবার নেই, আবার কারও ইচ্ছে থাকলে বাড়িতে যাওয়ার উপায় নেই। এই কারণে বৃহস্পতিবার জলপাইগুড়ি কোরক হোম কর্তৃপক্ষের উদ্যোগে ও এক স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় হোমের আবাসিকদের ভাইফোঁটা দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হল। ভাইফোঁটাকে কেন্দ্র করে হোমে উৎসবের আমেজ দেখা যায়।
আরও পড়ুন-রায়গঞ্জে ছটব্রতীদের দেওয়া হল আগাম উপহার
জলপাইগুড়ি রেসকোর্স পাড়ার কোরক হোমে এই মুহূর্তে ১৫২ জন আবাসিক আছে। এদের মধ্যে ১৩ জন বাংলাদেশি৷ হোমের আশপাশের ছোট-ছোট বোনেরা আবাসিকদের ভাইফোঁটা দিয়েছে। ভাইফোঁটা উপলক্ষে আবাসিকদের দুপুরে বিশেষ মেনু হয়েছিল। ছিলেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি দুলাল দেবনাথ, চিকিৎসক পান্থ দাশগুপ্ত ও হোমের কর্তারা।