সংবাদদাতা, রায়গঞ্জ : ভাইফোঁটায় এক অন্য ছবি ধরা পড়ল কর্ণজোড়ার সূর্যোদয় মূক ও বধির হোমে। রাজ্য সমাজকল্যাণ দফতর পরিচালিত এই হোমে আবাসিকের সংখ্যা ৩৭। যার মধ্যে ২৮ জন বালক ও ৯ জন বালিকা। এরা কেউ কথা বলতে পারে না, কেউ কানে শুনতে পায় না। সারা বছর পরিবার থেকে অনেক দূরে শারীরিক প্রতিবন্ধকতা নিয়েই দিন কাটে তাদের।
আরও পড়ুন-আবাসিক হোমেও ভ্রাতৃদ্বিতীয়া
প্রতিবছর একটা দিন তারা মন-খুলে আনন্দ করে। সেটি হল ভাইফোঁটা। হোম কর্তৃপক্ষের উদ্যোগে বালক আবাসনে ভাইফোঁটা উৎসবের আয়োজন করা হয়। হোমের মেয়েরা আবাসিক ভাইদের কপালে ফোঁটা এঁকে দীর্ঘায়ু কামনা করে। চলে মিষ্টিমুখ। হোমের আধিকারিক পার্থসারথি দাস বলেন, ‘‘আমরা প্রতিবছরই মানবিক দিক থেকে এই উৎসবের আয়োজন করে থাকি।’’