সংবাদদাতা, কোচবিহার : রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে কেন্দ্রীয় সরকারকে দাওয়াই দিলেন রাজ্য তৃণমূল কংগ্রেস সহ-সভাপতি তথা কোচবিহার পুরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষ। তিনি বলেন, ‘‘রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে বামফ্রন্ট, কংগ্রেস, বিজেপি নানা সময় নানা বক্তব্য রাখে। এ-বিষয়ে আমার বক্তব্য হল, জিএসটি, মোটর ভেহিকেলস, সেচ, রোড ট্যাক্স, টোল ট্যাক্স-সহ অন্যান্য ট্যাক্সের টাকা রাজ্য সরকারি কর্মচারীরা রাজ্য থেকে সংগ্রহ করে কেন্দ্রীয় সরকারকে দেয়। এই ট্যাক্সের টাকা সংগ্রহ করতে রাজ্যের শুধু সরকারি কর্মচারীরাই নন, বিভিন্ন দফতর কম্পিউটার, আসবাবপত্র, বিদ্যুৎ ব্যবহার-সহ সমস্ত খরচ বহন করে রাজ্য সরকার। ”
আরও পড়ুন-দুই জেলায় মূক বধির হোমে ভাইফোঁটার দুই মানবিক ছবি
তিনি আরো বলেন, ”কেন্দ্রীয় সরকার এই টাকা সংগ্রহ করে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ দেয়। কিন্তু তারা রাজ্য সরকারের কর্মচারীদের ডিএটা তো দেয় না। আমার দাবি, কেন্দ্রীয় সরকারের উচিত এই ট্যাক্সের টাকায় সময়মতো দেশের সমস্ত রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ দেওয়া। আমি মনে করি এটা ন্যায্য দাবি।”