নয়াদিল্লি : রাজধানীতে সেন্ট্রাল ভিস্টা নির্মাণের কাজের মধ্যেই সেনাবাহিনীর নতুন সদর দফতর তৈরির দরপত্র ডাকল কেন্দ্রীয় সরকার। দিল্লি ক্যান্টনমেন্ট এলাকায় ৭৫৭ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হবে সেনাবাহিনীর নতুন সদর দফতর ‘স্থল সেনা ভবন’। কাজ শেষ করতে বলা হয়েছে ২৭ মাসের মধ্যে।
আরও পড়ুন-প্রয়াতদের উদ্দেশে ফোঁটা দিয়ে ভ্রাতৃদ্বিতীয়া পালন নলহাটিতে
সেই অনুযায়ী ২০২৫ সালে সমাপ্ত হওয়ার কথা স্থল সেনা ভবন নির্মাণের কাজ। জানা গিয়েছে, সেনাবাহিনীর নতুন সদর দফতর হবে ৬ তলা। ২০২০ সালের ফেব্রুয়ারিতে স্থল সেনা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ভবনটি তৈরির জন্য দরপত্র ডেকেছে মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস। তাদের তরফে ভবনটি তৈরির জন্য ২৭ মাসের সময়সীমা দেওয়া হয়েছে এবং নির্মাণকারী সংস্থাকে পরবর্তী ৫ বছর রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে হবে। চলতি বছরের শুরুর দিকে ভবনটি তৈরির পরিবেশ সংক্রান্ত ছাড়পত্র আসে।