এবার দেশের সেনা বিমান তৈরির ক্ষেত্রেও বেসরকারি সংস্থার জন্য দরজা খুলে দিল কেন্দ্র। এবার ভারতেই তৈরি হবে সি-২৯৫ এয়ারক্রাফট। এর জন্য গুজরাতে কারখানা তৈরি করেছে এয়ারবাস ও টাটা। খরচ হবে ২২,০০০ কোটি টাকা। উল্লেখ্য, এয়ারবাসের সি-২৯৫ হালকা ও মাঝারি মাপের বিমান।
আরও পড়ুন-ছটপুজোয় মাইকে সতর্কবার্তা পুলিশের শব্দবাজি রুখতে লাগাতার অভিযান
যে কোনও মিশনে এই বিমান ব্যবহার করা যায়। যে কোনও আবহাওয়ায় সমানরকম কার্যকর। মরুভূমির চরম গরম বা বরফে ঢাকা পাহাড়ি এলাকায় অপারেশনের ক্ষেত্রে জুড়ি মেলা ভার এই বিমানের। প্রবল গরম বা ঠান্ডায় যে কোনও উচ্চতায় এই বিমান বিপুল ওজন বয়ে নিয়ে যেতে সক্ষম। জ্বালানি খরচ অন্যান্য বিমানের থেকে কমপক্ষে ৪ শতাংশ কম। এ জন্যই গোটা বিশ্বেই এই বিমানের বিপুল চাহিদা।