আর কয়েকদিন পরেই জগদ্ধাত্রী পুজো। চন্দননগরে খুব ধুমধাম করে এই পুজো হয়। পুজো উপলক্ষ্যে আজ, শুক্রবার চন্দননগরের রবীন্দ্র ভবনে বিদ্যুৎ দফতরের প্রস্তুতি সংক্রান্ত বিষয় নিয়ে একটি প্রশাসনিক বৈঠক করেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস (Jagadhatri Puja- Aroop Biswas)। এই বৈঠকে জগদ্ধাত্রী পুজো উপলক্ষ্যে বিদ্যুৎ দফতরের প্রস্তুতি নিয়ে বিশদে আলোচনা করা হয়।
আরও পড়ুন: ভাবা যায়! গণধর্ষণের বিনিময়ে কি না চাকরি
একই সঙ্গে বিদ্যুৎ (Jagadhatri Puja- Aroop Biswas) মন্ত্রী জানান, আগামী ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ অথবা নতুন বছরের শুরু থেকেই চন্দননগরে আন্ডার গ্রাউন্ড-এর কাজ শুরু হবে। এ দিনের বৈঠকে বিদ্যুৎ মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের প্রতিমন্ত্রী তথা চন্দননগরের বিধায়ক ইন্দ্রনীল সেন, পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার সিএমডি শান্তনু বসু, হুগলির জেলাশাসক, চন্দননগরের মেয়র-সহ অন্যান্য আধিকারিকরা।