সংবাদদাতা, হাওড়া : সিদ্ধ তান্ত্রিক হতে গেলে নাবালিকাকে বলি দিতে হবে দীপাবলির রাতে। সেই মতো ৭ বছরের এক নাবালিকাকে অপহরণ করে ধর্ষণ করে খুন করে। এরপর বেগতিক বুঝে কলকাতায় পালিয়ে আসছিল হরিয়ানার পানিপথের যুবক শিব কুমার। যদিও হাওড়া জিআরপি’র তৎপরতায় কালকা মেলের এস-৬ কামরা থেকে ধরা পড়ে যায় পাষণ্ড ওই যুবক। বর্ধমান থেকে ধাওয়া করে হাওড়া ঢোকার আগে তাকে হাতেনাতে ধরে ফেলেন জিআরপি’র অফিসাররা।
আরও পড়ুন-স্বাধীনতা সংগ্রামীদের জন্য তৈরি হচ্ছে গ্যালারি
বৃহস্পতিবার হরিয়ানা পুলিশের পক্ষ থেকে জিআরপির পুলিশ সুপার (হাওড়া) পঙ্কজ দ্বিবেদীকে গোটা ঘটনাটি জানানো হয়। সেই সঙ্গে অভিযুক্তর ছবি পাঠিয়ে জানিয়ে দেওয়া হয় শিব কুমার নামে ওই যুবক কালকা মেলে কলকাতায় আসছে। জিআরপি জানতে পারে ডাউন কালকা মেল দু’ঘণ্টা দেরিতে চলছে। এরপরই হাওড়া জিআরপির একটি দল বর্ধমানে পৌঁছে গিয়ে সেখান থেকে হাওড়াগামী কালকা মেলে উঠে অভিযুক্ত শিব কুমারের খোঁজে তল্লাশি চালাতে শুরু করে। তন্নতন্ন করে প্রতিটি কামরায় তল্লাশি চালাতে থাকেন জিআরপির অফিসাররা। বিনা টিকিটে ট্রেনে উঠে জরিমানা দিয়ে আসন কনফার্ম করেছিল শিবকুমার।
আরও পড়ুন-রাস্তায় ভ্রূণ তীব্র চাঞ্চল্য
কিন্তু তারপরেও শেষরক্ষা হয়নি। হাওড়া ঢোকার আগেই সংরক্ষিত কামরা থেকে তাকে ধরেন জিআরপির আধিকারিকরা। এদিকে হরিয়ানার পানিপথ পুলিশের একটি দলও অভিযুক্তের সন্ধানে হাওড়ায় আসছিল। হাওড়া জিআরপি অভিযুক্ত শিব কুমারকে ধরে পানিপথ পুলিশের ওই দলের হাতে তুলে দেয়। বৃহস্পতিবার রাতেই ধৃত শিবকুমারকে নিয়ে বিমানে পানিপথের উদ্দেশ্যে রওনা দেয় সেখানকার পুলিশ। হাওড়া জিআরপি’র আইসি সিদ্ধার্থ রায় জানান, ‘‘আটক যুবককে পানিপথ পুলিশের হাতে তুলে দেওয়ার দিনই ওরা তাকে নিয়ে ফিরে গেছে।” ধৃত শিব কুমার ইউটিউব দেখে তন্ত্রসাধক হতে চেয়েছিল বলে স্বীকার করেছে। তবে তার কথাবার্তায় বিস্তর অসঙ্গতি রয়েছে।