প্রতিবেদন : হুলুস্থুলু কাণ্ড দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে। শুক্রবার রাতে দিল্লি বিমানবন্দরে জারি হল জরুরি অবস্থা। দিল্লি থেকে বেঙ্গালুরুগামী ইন্ডিগোর ৬ই- ২১৩২ উড়ানে আগুনের শিখা দেখা যাওয়ার পর ছড়ায় তীব্র আতঙ্ক। সঙ্গে সঙ্গে গোটা বিমানবন্দরে জরুরি অবস্থা জারি করা হয়। দিল্লি থেকে বেঙ্গালুরুগামী ইন্ডিগোর একটি বিমানে মাঝআকাশে আগুন লাগে।
আরও পড়ুন-পানিপথে ধর্ষণ করে খুন গ্রেফতার করল বাংলার পুলিশ
তড়িঘড়ি বিমানটি দিল্লি বিমানবন্দরে জরুরি অবতরণ করে। গোটা বিমানবন্দরজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়। ইন্ডিগোর ৬ই-২১৩১ বিমানটি দিল্লি ছেড়ে বেঙ্গালুরুর উদ্দেশে রওনা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই আগুনের শিখা দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, বিমানের একটি ইঞ্জিন থেকে আগুন ছিটকে বেরোচ্ছে। তীব্র আতঙ্কের মধ্যে বিমানটিকে দিল্লি বিমানবন্দরে ফেরত নিয়ে আসা হয়। শুক্রবার রাত পৌনে ১০টা নাগাদ আগুনের শিখা দেখতে পাওয়া যায়। প্রায় ১৮৪ জন ওই বিমানের যাত্রী ছিলেন।