প্রতিবেদন : স্কুল পালিয়ে ১০০ কিলোমিটার দূরে প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়েছিল বছর ষোলোর এক কিশোরী। সঙ্গে নিয়ে গিয়েছিল তার দুই বান্ধবীকেও। কিন্তু কথা দিয়েও দেখা করতে আসেনি প্রেমিক। এই অপমান সহ্য করতে না পেরে তিন (3 minor girls attempt suicide) কিশোরীই বিষ খায়। এ ঘটনায় শেষ পর্যন্ত দুই কিশোরীর মৃত্যু হয়েছে। তৃতীয় জন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। শুক্রবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরে। জানা গিয়েছে, ওই তিন কিশোরী (3 minor girls attempt suicide) ছিল একে অপরের ঘনিষ্ঠ বন্ধু। কথামতো ইন্দোরের নির্দিষ্ট পার্কে গিয়ে বেশ কয়েক ঘণ্টা অপেক্ষা করার পরেও এক কিশোরী তার প্রেমিকের দেখা পায়নি। এ ঘটনায় অভিমানে বিষ পান করে সে। দ্বিতীয় কিশোরীর বাড়িতেও অশান্তি চলছিল। তার উপর ঘনিষ্ঠ বান্ধবীর এই কষ্ট সহ্য করতে পারেনি সে। ফলে সেও বিষ পান করে। দুই বান্ধবীকে বিষ খেতে দেখে, তৃতীয় কিশোরীও বিষ খায়। পার্কে বসেই তারা তিনজনে এক এক করে বিষ পান করে। এলাকার মানুষ ওই তিন কিশোরীকে গুরুতর অসুস্থ অবস্থায় পার্কে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ এসে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসকরা দুই কিশোরীকে মৃত বলে ঘোষণা করেন। তৃতীয় কিশোরীর চিকিৎসা চলছে। জখম কিশোরীর সঙ্গে কথা বলার পর ইন্দোরের অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার প্রশান্ত চৌবে জানিয়েছেন, তিন কিশোরী একই স্কুলে পড়ত। তাদের বাড়ি সেহোর জেলার আস্তা শহরে। তিন কিশোরীর মধ্যে একজনের সঙ্গে একটি ছেলের প্রেমের সম্পর্ক ছিল। ছেলেটির বাড়ি কিশোরীর বাড়ি থেকে ১০০ কিলোমিটার দূরে ইন্দোরে। কিন্তু সম্প্রতি ওই কিশোরীর প্রেমিক ফোন করা বন্ধ করে দিয়েছিল। প্রেমিক কেন ফোন করা বন্ধ করে দিয়েছে তা জানতেই তিন কিশোরী স্কুল পালিয়ে শুক্রবার ইন্দোরে এসেছিল।
আরও পড়ুন-গরু-মোষের পর এবার ষাঁড়ে ধাক্কা!