প্রতিবেদন : গরু পাচার মামলার তদন্ত কবে শেষ হবে? শনিবার সিবিআইয়ের কাছে জানতে চাইল আদালত। হেফাজতের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এদিন আসানসোলের বিশেষ সিবিআই আদালতে পেশ করা হয় অনুব্রত মণ্ডলকে। আদালতের কাছে তাঁর জামিনের আর্জি জানান অনুব্রতর আইনজীবী। এদিন সিবিআইয়ের আইনজীবীর সঙ্গে তুমুল বাদানুবাদে জড়ান অনুব্রতর আইনজীবী। আদালতে অনুব্রতর রাজনৈতিক পরিচয় উল্লেখ করা নিয়েও তীব্র আপত্তি জানান তাঁর আইনজীবী।
আরও পড়ুন-কৃষ্ণনগরের চাষাপাড়ার বুড়িমা
তিনি অভিযোগ করেন, একটি বিশেষ রাজনৈতিক দলকে নিশানা করে গোটা তদন্ত প্রক্রিয়া চলছে। মূল অভিযুক্ত এনামুল হকের সঙ্গে অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনের ফোনে কথা হয়েছিল। কিন্তু অনুব্রতর মোবাইল থেকে কোনও ফোন যায়নি। তাঁদের মধ্যে কথা হয়েছে এমন কোনও ভয়েস স্যাম্পলও নেই। গরু পাচারকারীদের সঙ্গে তাঁর সরাসরি যোগাযোগ আছে এমন প্রমাণও মেলেনি। তাহলে কিসের ভিত্তিতে এই অভিযোগ করা হচ্ছে। রাজনৈতিক দল পরিবর্তন না করা পর্যন্ত কি উনি জামিন পাবেন না, এদিন আদালতে এমনও প্রশ্ন তোলেন অনুব্রতর আইনজীবী। সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, বারবার বলা হচ্ছে উনি তদন্তে সহযোগিতা করছেন না। কোনও এক অজ্ঞাত কারণে তদন্ত শেষ হচ্ছে না। জেলে অনুব্রতর পর্যাপ্ত চিকিৎসা হচ্ছে না। সব শোনার পর বিচারক তাঁকে ১৪ দিনের জন্য জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।