দেওয়ালির উপহার দেওয়ার নামে মিডিয়াকে প্রভাবিত করতে বিপুল নগদ টাকা ঘুষ দেওয়া হচ্ছে সাংবাদিকদের (journalist receive cash- Karnataka)! বিস্ফোরক অভিযোগ উঠল বিজেপি-শাসিত কর্নাটকে। নগদ টাকা প্রত্যাখ্যান করা সাংবাদিকরাই এই তথ্য প্রকাশ্যে এনেছেন। আর এই ঘটনায় নাম জড়িয়েছে খোদ মুখ্যমন্ত্রীর দফতরের। এই ঘটনার নিন্দা করে অবিলম্বে বিচারবিভাগীয় তদন্ত দাবি করেছে রাজ্যের প্রধান বিরোধী দল কংগ্রেস। জানা গিয়েছে, কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের অফিসে ডেকে পাঠানো হয়েছিল বেশ কয়েকজন সাংবাদিককে। মুখ্যমন্ত্রীর অফিসের এক অফিসারই ওই সাংবাদিকদের ডেকেছিলেন। দেওয়ালির উপহার বলে তাঁদের যা দেওয়া হয় তার মধ্যে ছিল নগদ ১ থেকে আড়াই লাখ টাকা। কয়েকজন সাংবাদিকই উপহার হিসাবে এই বিপুল পরিমাণ নগদ অর্থ (journalist receive cash- Karnataka) দেওয়ার বিষয়টি ফাঁস করে দিয়েছেন। কয়েকজন সাংবাদিক সেই টাকা ফেরত দিয়ে দিয়েছেন। কারণ তাঁরা মনে করছেন, উপহারের নামে কার্যত ঘুষ দিয়ে মিডিয়ার উপর নিজেদের পক্ষে খবর করার চাপ দেওয়ার কৌশল এটি। আগামী বছর কর্নাটকে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই বিজেপি সরকারের বিরুদ্ধে জনমানসে ক্ষোভ তীব্র হচ্ছে। এই প্রেক্ষাপটে সাংবাদিকরা যাতে ভোটের সময় বিজেপির হয়ে খবর করেন, গেরুয়া দলের হয়ে প্রচার করণ, তাদের দুর্নীতি ও স্বজনপোষণের খবর চেপে যান তার জন্যই এই উপহারের মাধ্যমে বার্তা দেওয়া হচ্ছে। কর্নাটকের বিজেপি সরকারের এই কুকীর্তি সামনে আসতেই ঘটনার কড়া নিন্দা করেছে রাজ্যের প্রধান বিরোধী দল কংগ্রেস। তাদের দাবি, এই অভিযোগের বিচারবিভাগীয় তদন্ত চাই। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী মুখ্যমন্ত্রী বাসবরাজের সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও তীব্র কটাক্ষ করেছেন। কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা প্রশ্ন করেছেন, কর্নাটকের ৪০ শতাংশ কমিশনের সরকার কি এবার সংবাদমাধ্যমকেও টাকা দিয়ে কিনে নিতে চাইছে? বিভিন্ন সরকারি কাজে কমিশন নেওয়া টাকা কি এভাবেই বিধানসভা ভোটের আগে খরচ করতে চায় রাজ্যের বিজেপি সরকার? সাংবাদিকদের এই বিপুল পরিমাণ টাকা দেওয়া কি ঘুষ নয়? কোথা থেকে এবং কেন এই টাকা দেওয়া হচ্ছিল তার উত্তর দিক বাসবরাজ সরকার। আয়কর দফতর ও এনফোর্সমেন্ট ডিরেক্টরের কর্তারা কি বিষয়টি দেখছেন? সাংবাদিকদের টাকা দেওয়ার এই খবর ফাঁস হতেই রাজ্য বিজেপি নেতৃত্ব মুখে কুলুপ এঁটেছে।
আরও পড়ুন-সিবিআইকে দেওয়া ‘জেনারেল কনসেন্ট’ প্রত্যাহার তেলেঙ্গানার