ফের তোপ দাগলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পুজোর ছুটির পর সোমবার কোর্ট খোলার দিনই শিক্ষক নিয়োগ নিয়ে একটি মামলায় কড়া ভাষায় প্রাথমিক শিক্ষা পর্ষদের সমালোচনা করলেন বিচারপতি।
আরও পড়ুন-দার্জিলিংয়ের পাহাড়ি পথে মর্মান্তিক দুর্ঘটনা, গুরুতর জখম ৪, খাদে পড়ল যাত্রীবোঝাই গাড়ি, মৃত ৩
এদিন একটি মামলার পর্যবেক্ষণে তিনি প্রাথমিক শিক্ষা পর্ষদকে দুর্নীতিগ্রস্ত বলে উল্লেখ করেন। এদিন বিচারপতি বলেন, একটা চাকরির জন্য মেধাবী চাকরিপ্রার্থীরা দেওয়ালে মাথা ঠুকছেন আর পর্ষদের ভুলের জন্য যোগ্যদের বঞ্চিত হতে হচ্ছে। অযোগ্যরা চাকরি করে যাচ্ছেন। বোর্ডের ভুল, বোর্ডকেই খেসারত দিতে হবে। তাদেরই বঞ্চিত প্রার্থীদের চাকরির বন্দোবস্ত করতে হবে।