সংবাদদাতা, আসানসোল : পুরনিগম এলাকার পানীয় জলের সমস্যা স্থায়ীভাবে মেটাতে একটি ৪০০ কোটি টাকার জলপ্রকল্প শুরু হতে চলেছে আসানসোলে। কাজ সম্পূর্ণ হলে পুর এলাকার ১০৬টি ওয়ার্ডের এমন একটিও বাড়ি থাকবে না, যেখানে পরিস্রুত পানীয় জল পৌঁছবে না।
আরও পড়ুন-বিচারপতির তোপ
আসানসোল পুরপ্রধান বিধান উপাধ্যায় একথা জানিয়ে বলেন, ‘এ ব্যাপারে ১০৬টি ওয়ার্ডের সমস্ত নির্বাচিত কাউন্সিলরকে নির্দেশ দেওয়া হয়েছে, ৫ নভেম্বরের মধ্যে প্রতিটি বাড়িতে গিয়ে সমীক্ষা রিপোর্ট তৈরি করতে। যেসব বাড়িতে এখনও পৌঁছয়নি জলের সংযোগ সেই বাড়িগুলিকে চিহ্নিত করতে হবে। পাশাপাশি যারা অবৈধ সংযোগ নিয়েছে, তাদের পুর আইন মেনে বৈধ জলের সংযোগ নেওয়ার আবেদন করতে হবে। না করলে পুর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’ বিধান বলেন, পুর নিগমের এমন অনেক ওয়ার্ড রয়েছে যেখানে জলের প্রবাহ খুবই ভালো। একটি প্রাথমিক সমীক্ষায় দেখা গিয়েছে, সেই সব ওয়ার্ডের বহু পরিবার অবৈধভাবে জলের সংযোগ নিয়ে বছরের পর জলকর ফাঁকি দিয়ে চলেছেন। এবার কড়া হাতে ব্যবস্থা নেবে প্রশাসন। বিধান বলেন, জলসমস্যা সমাধানে প্রাক্ সমীক্ষায় পুর প্রতিনিধিদের পাশাপাশি ইঞ্জিনিয়ারদেরও ওয়ার্ডে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।