পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে ডিসেম্বর থেকেই কর্মসূচি শুরু করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Kanthi- Abhishek Banerjee)। তৃণমূল সূত্রে খবর, ৩ ডিসেম্বর কাঁথিতে জনসভা করার কথা অভিষেকের। সোমবার রাতেই অভিষেকের দফতর ক্যামাক স্ট্রিট থেকে পূর্ব মেদিনীপুরের জেলার তৃণমূল নেতৃত্বকে ফোন করে জানানো হয়েছে।
৩ ডিসেম্বর কাঁথিতে (Kanthi- Abhishek Banerjee) জনসভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। পাশাপাশি জেলার তৃণমূল নেতৃত্বকে নিয়ে একটি ঘরোয়া বৈঠক করারও কথা রয়েছে। পঞ্চায়েত ভোট নিয়ে রূপরেখা অভিষেক বাতলে দেবেন বলে মনে করা হচ্ছে। শীর্ষ নেতৃত্বের নির্দেশ পাওয়ার পরেই কাঁথিতে জনসভার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী ঘনিষ্ঠ ব্যবসায়ীই নাটের গুরু, শাস্তি দেবে কে?
ডিসেম্বরের ধুঁয়ো বেশ কিছুদিন ধরেই তুলছে বিজেপি (BJP)। তার মূল হোতা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিশেষজ্ঞ মহলের মতে, অধিকারীদের গড় বলে পরিচিত কাঁথিতে গিয়েই সেই অপপ্রচারের জবাব দিতে চান অভিষেক।
আমেরিকা থেকে চোখের জটিল অপারেশন সেরে কলকাতায় ফিরে নিজের লোকসভা কেন্দ্রে প্রথম বিজয়া সম্মেলনী করবেন অভিষেক। ৪ নভেম্বর ডায়মন্ড হারবারে সেই কর্মসূচি হবে। তারপরেই বড় কর্মসূচি কাঁথির জনসভা। জেলার এক বিধায়ক জানান, কর্মসূচির স্থান এখনও চূড়ান্ত কিছু হয়নি। তবে অভিষেক যে আসবেন তা তাঁদের কাছে জানিয়ে দেওয়া হয়েছে। গত পুর ভোটে কাঁথিতে মাত্র তিনটি আসনে জয় পেয়েছিল বিজেপি। ফলে শুভেন্দুর জায়গাতেই বিজেপি-র পায়ের তলার মাটি সরে যাচ্ছে। এই পরিস্থিতিতে অভিষেকের সভায় বিপুল জনসমাগমের আশা তৃণমূল নেতৃত্বের।