প্রতিবেদন : সাতসকালেই ভয়াবহ আগুন দিল্লিতে। মঙ্গলবার ভোরে আগুন লাগে দিল্লির নারেলা শিল্পতালুকের একটি জুতোর কারখানায়। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন দু’জন। বেশ কয়েকজন গুরুতর জখম হয়েছেন। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ১০টি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অন্যদিকে এদিনই পুণের লুল্লা নগর এলাকার বিখ্যাত একটি হোটেলে মঙ্গলবার সকালে আগুন লেগে যায়।
আরও পড়ুন-সেতু বিপর্যয়-কাণ্ডে জনস্বার্থ মামলা শীর্ষ আদালতে
দমকলবাহিনীর তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ওই হোটেলের একতলাতেই রয়েছে জাহির খানের রেস্তোরাঁ। হোটলের চারতলায় প্রথম আগুন লাগে। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনও খবর নেই। দিল্লির দমকলের প্রধান অতুল গর্গ জানিয়েছেন, এদিন সকাল সাড়ে ৯টার সময় তাঁরা খবর পান দিল্লির নারেলা শিল্পতালুকের একটি জুতোর কারখানায় আগুন লেগেছে। খবর পাওয়ার পরে পরেই দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। পরে তাদের সঙ্গে যোগ দেয় আরও পাঁচটি ইঞ্জিন। কারখানায় রাসায়নিক থাকায় আগুন দ্রুত ভয়াবহ আকার ধারণ করে। দু’জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। বেশ কয়েকজনকে জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে, ওই কারখানাটি সরু গলির মধ্যে হওয়ায় দমকলবাহিনীকে সেখানে পৌঁছতে কিছুটা সমস্যায় পড়তে হয়৷