প্রথম দিনেই হিট দুয়ারে সরকার

নবান্ন সূত্রে জানা গিয়েছে, রাজ্যের দুয়ারে সরকার কর্মসূচির প্রথম দিনে বিভিন্ন ব্লকে মোট ২৭৯১টি শিবিরের আয়োজন করা হয়।

Must read

প্রতিবেদন : প্রথম দিনেই হিট দুয়ারে সরকার কর্মসূচি। মঙ্গলবার থেকে শুরু হয়েছে রাজ্যের এই দফার দুয়ারে সরকার কর্মসূচি। আর এই প্রথম দিনেই আড়াই লক্ষের বেশি মানুষ যোগ দিয়ে সরকারের এই কর্মসূচির সাফল্যের নতুন নজির তৈরি করলেন। নবান্ন সূত্রে জানা গিয়েছে, রাজ্যের দুয়ারে সরকার কর্মসূচির প্রথম দিনে বিভিন্ন ব্লকে মোট ২৭৯১টি শিবিরের আয়োজন করা হয়। প্রথম দিনেই ২ লক্ষ ৬৮ হাজারের বেশি মানুষ এইসব শিবিরে অংশ নিয়েছেন। চলতি একমাস ব্যাপী কর্মসূচিতে সারা রাজ্যে ৫৩ হাজারের বেশি দুয়ারে সরকার শিবিরের আয়োজন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এর মধ্যে প্রত্যন্ত এলাকার জন্য কুড়ি শতাংশ ভ্রাম্যমাণ শিবিরের আয়োজন করা হবে। ২৭টি সরকারি প্রকল্প এবং
পরিষেবার সুযোগ মিলবে দুয়ারে সরকার শিবিরে। একই সঙ্গে চলবে পাড়ায় সমাধান কর্মসূচি।

আরও পড়ুন-এনসিসির ধাঁচে রাজ্যের স্কুলে জয়হিন্দ বাহিনী

আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চলবে এবারের দুয়ারে সরকার কর্মসূচি। ক্যাম্পগুলি থেকে একাধিক সরকারি প্রকল্পের জন্য আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন রাজ্যবাসী। নিজস্ব জেলায় নিকটবর্তী ক্যাম্পের সন্ধান পেতে এবং কবে কবে সেই ক্যাম্প বসবে তা জানতে ক্লিক করতে হবে https://ds.wb.gov.in-এ। ক্যাম্পগুলি থেকে নানা সরকারি প্রকল্পে আবেদনের জন্য ফর্ম সংগ্রহ করা যাবে । এই ফর্ম মিলবে বিনামূল্যে। দুয়ারে সরকারের জন্য চালু করা হয়েছে একটি বিশেষ টোল ফ্রি হেল্পলাইন নম্বরও । ১০৭০/২২১৪-৩৫২৬ নম্বরে ফোন করে দুয়ারে সরকার কর্মসূচি নিয়ে যে কোনও প্রশ্ন করতে পারবেন আবেদনকারীরা। এছাড়াও যোগাযোগ করা যাবে নিকটবর্তী বাংলা সহায়তা কেন্দ্রে ।

Latest article