দিনের বেলা গরম থাকলেও রাত বাড়লেই অনুভূত হচ্ছে শীতের পরশ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই পুরোপুরি শীতের আমেজ টের পাবে শহরবাসী। আপাতত আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ জুড়ে শুষ্ক আবহাওয়াই চলবে।
আরও পড়ুন-৩ ডিসেম্বর কাঁথিতে সভা অভিষেকের
জলীয় বাষ্প ধীরে ধীরে কমবে। আগামী চার-পাঁচ দিন তাপমাত্রায় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে। এমনই মত আবহাওয়াবিদদের। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস।