প্রতিবেদন : ৭৩তম প্রয়াণদিবসে অনাদরে পড়ে থাকা কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বনগাঁর বসতবাড়ি অধিগ্রহণের জন্য নতুন করে উদ্যোগী হলেন এলাকার মানুষ ও বিভূতি-অনুরাগীরা। তাঁদের পক্ষ থেকে গোপালনগর থানার শ্রীপল্লি গ্রামের বাসভবনে সাহিত্যিকের প্রতি শ্রদ্ধা জানানো হল। বিভূতি-সাহিত্যে বারেবারে উঠে এসেছে মানুষ ও প্রকৃতি। তাঁর জীবনের গুরুত্বপূর্ণ সময় কেটেছে এই বাড়িতে।
আরও পড়ুন-‘রাজনীতির চেয়ে জীবন গুরুত্বপূর্ণ’, গুজরাটে সেতু বিপর্যয় নিয়ে মুখ খুললেন মমতা
এখানেই তিনি সৃষ্টি করেন একের পর এক কালজয়ী রচনা। অথচ তাঁর এই স্মৃতি অনাদরে পড়ে, দখল হয়ে যাচ্ছে বাসভবন সংলগ্ন জমি। বিভূতি-অনুরাগীরা চান বাড়িটি সরকার অধিগ্রহণ করে সংস্কার করুক। গাছগাছালিতে ঘেরা ‘স্মৃতির রেখা’ নামে বাড়িটি তাঁর প্রয়াণের পর দীর্ঘদিন ধরে আগলে রাখেন এক আত্মীয়া। সেই আত্মীয়ার মৃত্যুর পর বাড়িটির আশপাশের জমি দখল হয়ে যাচ্ছে। একবার সরকারি উদ্যোগে বাড়িটি কিছুটা সংস্কার হলেও অনুরাগীরা চান, বাড়িটি অধিগ্রহণ করে পূর্ণাঙ্গ সংস্কার। রাজ্য সরকারের কাছে তাঁদের আবেদন, বহু স্মৃতি, ইতিহাসের সাক্ষী এই বাড়িটিকে সংগ্রহশালা হিসেবে গড়ে তোলা হোক। যাতে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে যেতে পারে কথাশিল্পীর অমূল্য সৃষ্টিভাণ্ডার। স্থানীয় বিভূতি-অনুরাগীরা জানান, এ বিষয়ে বর্তমান উত্তরসূরিদের কাছে তাঁরা লিখিত আবেদন করেছেন পরিবারের পক্ষ থেকে শ্রীপল্লির বসতবাড়িটি সরকারের কাছে হস্তান্তর করার জন্য। তাহলে সরকারও বাড়িটি অধিগ্রহণ করে সংস্কারের উদ্যোগ নিতে পারে।