সংবাদদাতা, বালুরঘাট : লক্ষ্মীর ভাণ্ডারের কথা মাথায় রেখে গ্রামের গৃহবধূদের হাতে মাটির ভাঁড় তুলে দিয়ে জোরকদমে চলো গ্রামে যাই (Cholo Grame Jai- TMC) কর্মসূচি শুরু দক্ষিণ দিনাজপুরে। মহিলাদের স্বনির্ভরতার বার্তা দেওয়া হয় কর্মসূচির মাধ্যমে। মঙ্গলবার সন্ধেয় দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভাপতি প্রদীপ্তা চক্রবর্তী-র নেতৃত্বে হরিরামপুর বিধানসভা কেন্দ্রের কল্যাণী বুথ এলাকার বাড়িতে বাড়িতে গিয়ে এই কর্মসূচি (Cholo Grame Jai- TMC) পালন করেন মহিলা তৃণমূল কর্মীরা। বুধবার সকালে একইভাবে জেলা তৃণমূল মহিলা সভাপতির নেতৃত্বে বালুরঘাট ব্লকের অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের বুথ এলাকার বাড়ি বাড়ি কর্মসূচি পালন করেন মহিলা তৃণমূল কর্মীরা। মহিলা তৃণমূলের কংগ্রেসের এই কর্মসূচি চলাকালীন দক্ষিণ দিনাজপুর জেলার মহিলা তৃণমূল কর্মীরা গ্রামের বাড়ি বাড়ি গিয়ে গৃহবধূদের হাতে প্রতীক হিসাবে তুলে দিচ্ছেন মাটির ভাঁড়। পাশাপাশি সরকারি প্রকল্পের সুবিধা তাঁরা পাচ্ছেন কি না সেই খোঁজও নেন তাঁরা। দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভাপতি প্রদীপ্তা চক্রবর্তী বলেন রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর নেতৃত্বে মা মাটি মানুষের সরকার যে কাজ করেছে— সরকারি প্রকল্পের সুবিধাগুলি প্রত্যন্ত গ্রামের মানুষরা যে পেয়েছে তা গ্রামের মানুষরা নিজেরাই বলছে। তিনি বলেন, আমরা রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্যের নির্দেশে দক্ষিণ দিনাজপুর জেলায় ‘চলো গ্রামে যাই’ কর্মসূচি শুরু করেছি, আমরা জেলার ৮ ব্লকের ৬টি বিধানসভা কেন্দ্রের প্রতিটি বুথ এলাকার বাড়িতে বাড়িতে এই কর্মসূচি চালাব।