প্রতিবেদন : জঙ্গলের হস্তিশাবকদের কাছে গিয়ে রীতিমতো আবেগপ্রবণ হয়ে উঠলেন বনমন্ত্রী বীরবাহা হাঁসদা। গরুমারা জাতীয় উদ্যান পরিদর্শনে গিয়েছিলেন মন্ত্রী। সেখানে গিয়ে তিনটি হস্তিশাবকের নামকরণও করলেন তিনি।
আরও পড়ুন-পদযাত্রায় গুলিবিদ্ধ প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান,আপাতত সুস্থ
ঝাড়গ্রামের ভূমিকন্যা, স্বাভাবিকভাবেই জঙ্গলের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ পরিচয়। উত্তরের জঙ্গলে গিয়েও তাই আবেগাপ্লুত হয়ে পড়লেন তিনি। সোমবার জাতীয় উদ্যান পরিদর্শনে গিয়ে আপ্লুত হয়ে নিজের সোশ্যাল মিডিয়ায় তাঁর অনুভূতির কথা লেখেন। এদিন তৃণমূল বিধায়ক বীরবাহা হাঁসদা লেখেন, ‘আজ সপরিবারে ‘গরুমারা জাতীয় উদ্যান পরিদর্শনে গিয়ে তিন হস্তিশাবকের নামকরণ করার সৌভাগ্য হল। বীর, কৃষ্ণকলি এবং ভীম— এখন থেকে এই নামে পরিচিত হবে তিন হস্তিশাবক। এই তিনটি শিশুর প্রতি একটা অদ্ভুত মায়ার টান অনুভব করলাম এবং অনেকটা সময় আজ ওদের সাথে ভাগ করে নিলাম।’