প্রতিবেদন : ফেব্রুয়ারি মাসে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে রাশিয়া। পুতিন বাহিনীর আগ্রাসনের কারণে এখনও পর্যন্ত ১.৪ কোটির বেশি ইউক্রেনবাসী বাস্তুচ্যুত হয়েছেন। যা চলতি শতকের মধ্যে সব থেকে দ্রুততম এবং সব থেকে বড় বাস্তুচ্যুত হওয়ার ঘটনা। এমনটাই জানিয়েছেন রাষ্ট্রসংঘের শরণার্থী বিষয়ক প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি। ফিলিপ্পো বলেছেন, এবার দেশে সব থেকে কঠিন শীত মোকাবিলা করতে চলেছে ইউক্রেন। রাশিয়ার হামলায় সে দেশের পরিকাঠামো ধ্বংসের কারণেই এই পরিস্থিতি।
আরও পড়ুন-পুঞ্চে সেনার গুলিতে খতম ৩ পাক জঙ্গি
চলতি পরিস্থিতিতে কিয়েভ যে মানবিক সাহায্য পাচ্ছে সেটা সাগরের জলে এক ফোঁটা শিশিরের মতো। রাষ্ট্রসংঘের শরণার্থী বিষয়ক প্রধান আরও বলেছেন, এই অর্থহীন যুদ্ধের দ্রুত অবসান হওয়া দরকার। এব্যাপারে ইউক্রেনের ভিতরে ও বাইরে আন্দোলন শুরুর ইঙ্গিতও দিয়েছেন ফিলিপ্পো। রাষ্ট্রসংঘের শরণার্থী বিষয়ক প্রধান দুঃখ প্রকাশ করে বলেছেন, ২৫ বছর আগে কঙ্গোতে কাজ করার সময় তিনি যে ভয়াবহতা দেখেছিলেন, তার পুনরাবৃত্তি হয়েছে ইউক্রেনে। সেখানকার পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। পুতিন আরও ব্যাপক যুদ্ধের প্রস্তুতি নেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন ফিলিপ্পো।