প্রতিবেদন : আজ শুক্রবার ডায়মন্ড হারবার (Diamond Harbour- Abhishek Banerjee) লোকসভা কেন্দ্রের আমতলায় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মিলিত হবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুজো মিটে যাওয়ার পর অভিষেক তাঁর নির্বাচনী কেন্দ্রে এই প্রথম দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মিলিত হবেন। কুশল বিনিময় করবেন। সেই অর্থে একে বিজয়া সম্মিলনীর সভা বললেও অত্যুক্তি হবে না। নিশ্চিতভাবেই যা আসলে পরিণত হবে জনসভায়। চোখের জটিল অস্ত্রোপচারের পর এই প্রথম কোনও জনসভায় উপস্থিত হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে ডায়মন্ড হারবার লোকসভার নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে।
বিকেল চারটেয় শুরু হবে আমতলার এই মিলন সভা। দলের সর্বস্তরের সাংগঠনিক নেতৃত্ব ও কর্মীরা উপস্থিত থাকবেন। দেখা যাচ্ছে আগামী বছর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সব জেলায়। পুজোর পর গোটা রাজ্য জুড়ে প্রায় দেড় হাজারেরও বেশি বিজয়া সম্মিলনীর সভা হয়েছে, যার গাইডলাইন ঠিক করে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Diamond Harbour- Abhishek Banerjee) স্বয়ং। আগামী ৩ ডিসেম্বর পূর্ব মেদিনীপুরের কাঁথিতে তিনি পুরোদস্তুর রাজনৈতিক জনসভা করবেন। সেই সভা থেকেই আদতে আনুষ্ঠানিক ভাবে পঞ্চায়েত ভোটের দামামা বাজিয়ে দেবেন। তার আগে নিজের লোকসভা কেন্দ্রের মিলনসভায় উপস্থিত হয়ে দলীয় নেতা-কর্মীদের কী বার্তা দেন সেদিকে লক্ষ্য থাকবে সকলের।
আরও পড়ুন-টেটের যোগ্যতায় আরও ছাড়