প্রতিবেদন : কোচবিহারের সীতাইয়ে তাঁর ওপর হামলা হয়েছে বলে বৃহস্পতিবার মিডিয়ার সামনে বিস্তর নাটক করলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। যদিও শেষরক্ষা করতে পারেননি। নিজেরাই উসকে দিয়ে এদিন সকাল থেকে নিশীথ (Nisith Pramanik- TMC) ও বিজেপি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ওপর হামলা হয়েছে বলে নাকিকান্না শুরু করলেও, দিনের শেষে সিসিটিভি ফুটেজ প্রকাশ করে জেলা তৃণমূল নেতৃত্ব জানিয়ে দিলেন, নিশীথ ও বিজেপি যা বলছে তা সর্বৈব মিথ্যে। এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনও সম্পর্ক নেই। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষও বলেন, এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনও সম্পর্ক নেই। বিজেপির আসল উদ্দেশ্য হল পরিকল্পনা করে গন্ডগোল করে প্রচারে আসা এবং পঞ্চায়েত নির্বাচনের আগে স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর হামলা হয়েছে বলে এনআইএকে তথাকথিত তদন্তের নামে মাঠে নামিয়ে তৃণমূলের নেতা- কর্মীদের ধরপাকড় করা। এর সঙ্গে রয়েছে সীতাইয়ের তৃণমূল কর্মীদের বাড়িতে বাড়িতে হামলার ছক। কুণালের সংযোজন, তৃণমূল কংগ্রেস অশান্তি নয় উন্নয়নে বিশ্বাসী। অযথা এসব করে বিজেপির নেতাকে প্রচারের আলোয় আনতে যাবে কেন! কোচবিহারের পুলিস সুপার সুমিত কুমার সাংবাদিক বৈঠক করে বলেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ওপর হামলা বা বোমাবাজির যে কথা বলা হচ্ছে তা সত্যি নয়। এই ধরনের কোনও ঘটনা ঘটেনি। মন্ত্রীর গাড়ির সঙ্গে বাইক বাহিনী যাচ্ছিল, এরাই গ্রামবাসীদের সঙ্গে ঝামেলায় জড়ায়। হামলা করে। বেশ কিছু বাইক ভাঙচুর হয়েছে। কয়েকজন গ্রামবাসী আহতও হয়েছেন। ঘটনার তদন্তও করছে জেলা পুলিশ।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith Pramanik- TMC) সীতাই বিধানসভায় পরিদর্শনে গেলে তাঁর বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দারা তাঁকে কালো পতাকা দেখায়। কালো পতাকা দেখে নিশীথের সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও বিজেপি নেতা-কর্মীরা গ্রামবাসীদের ওপর বাঁশ-লাঠি দিয়ে হামলা চালায়। এতে বেশ কয়েকজন গ্রামবাসী আহত হয়েছেন। কয়েকজনকে হাসপাতালেও ভর্তি করতে হয়েছে। এই হামলার ভিডিও ফুটেজই প্রকাশ্যে এনেছে জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।
আরও পড়ুন-আমতলায় অভিষেকের মিলনোৎসব
এ-বিষয়ে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন— ওখানে গ্রামবাসীদের উপর আক্রমণ চালায় বিজেপির হার্মাদরা। গ্রামবাসীরা যখন দৌড়ে পালাচ্ছেন তখন পেছনে নিশীথ প্রামাণিকের কনভয়ের গাড়ি থেকে নেমে বিজেপির দুষ্কৃতীরা গ্রামবাসীদের উপর আক্রমণ করে— ভিডিও ফুটেজে তা স্পষ্ট। বেশকিছু মোটরবাইকে বিজেপির পতাকা নিয়ে হামলা চালায় তারা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে গিয়ে নিশীথ প্রামাণিক গ্রামবাসীদের উপর হামলা চালানোর অধিকার কি আছে!