প্রতিবেদন : ২০২২-এর প্রাথমিকের টেটে রেকর্ড প্রার্থী। জমা পড়ল প্রায় ৭ লক্ষ আবেদন, শুক্রবার এমনই জানিয়ে দিল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। বৃহস্পতিবার রাত বারোটায় শেষ হয়েছে আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা। তারপর শুক্রবার সকালেই এই তথ্য সামনে এল। এর মধ্যেই কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে প্রায় লক্ষাধিক অনুত্তীর্ণ প্রার্থী এবারের টেটে ফর্ম ফিলআপ করার সুযোগ পেয়েছেন।
আরও পড়ুন-সাগরমেলার প্রস্তুতি শুরু, ভাঙন রুখতে ৯ কোটি গুরুত্ব নির্মল পরিবেশে
২০১৪ এবং ২০১৭ সালের অনুত্তীর্ণরাও এবারের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। এবার প্রায় ১১ হাজারেরও বেশি শূন্য পদ রয়েছে। তার জন্য ৭ লক্ষের কাছাকাছি আবেদন জমা পড়ল। ২০১৭ সালে শেষবার টেট হয়েছিল। সেবার যত প্রার্থী ছিলেন ইতিমধ্যেই সেই সংখ্যাকে ছাপিয়ে গিয়েছে ২০২২-এর আবেদনকারীর সংখ্যা। আগামী ১১ ডিসেম্বর প্রাথমিকের টেট। প্রাথমিক শিক্ষা সংসদের অ্যাড হক কমিটির বৈঠকের পর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠকে এবারের টেটের দিনক্ষণ চূড়ান্ত করেন পর্যদ সভাপতি গৌতম পাল। ঘোষিত সূচি অনুযায়ী আগামী ১১ ডিসেম্বর বেলা বারোটা থেকে শুরু হয়ে দুপুর আড়াইটে পর্যন্ত অর্থাৎ প্রায় আড়াই ঘণ্টা ধরে চলবে এই পরীক্ষা। ১১ হাজার শূন্যপদের জন্য হবে নিয়োগ প্রক্রিয়া। সেই পরীক্ষার জন্যই আবেদনকারীর সংখ্যা প্রায় ৬ লক্ষ ৯০ হাজার। ইতিমধ্যে এবারের টেটের জন্য গাইডলাইন প্রকাশ করেছে পর্ষদ।