জলজীবন মিশনে রাজ্যের ৫০ লক্ষ গ্রামীণ পরিবারে পৌঁছেছে নলবাহিত পানীয় জল, আনন্দিত মুখ্যমন্ত্রী

Must read

জলজীবন মিশন প্রকল্প। রাজ্যের ৫০ লক্ষ গ্রামীণ পরিবারে পৌঁছেছে নলবাহিত পানীয় জল। টুইট করে জানালেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Jal Jeevan Mission- Mamata Banerjee)। জল জীবন মিশন প্রকল্পের আওতায় ২০২৪ সালের মধ্যে রাজ্যের ১ কোটি ৭৭ লক্ষ গ্রামীণ বাড়িতে নল বাহিত বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

আরও পড়ুন: ত্রিপুরায় রোগীর ইসিজি করাচ্ছেন সুইপার, বেয়াব্রু বেহাল স্বাস্থ্য পরিষেবা

টুইটারে মুখ্যমন্ত্রী (Jal Jeevan Mission- Mamata Banerjee) লিখেছেন, রাজ্য সরকার জনগণের সেবা এবং তাদের সামগ্রিক কল্যাণের জন্য নিবেদিত। আমি ঘোষণা করতে পেরে আনন্দিত যে বাংলার ৫০ লক্ষেরও বেশি গ্রামীণ পরিবার নলবাহিত পানীয় জল পাচ্ছে। রাজ্যবাসীকে অভিনন্দন জানাই!”

 

ইতিমধ্যেই বাড়ি বাড়ি নলবাহিত পানীয় জলের সংযোগ দেওয়ার নিরিখে ২০২১-২২ আর্থিক বছরে সারা দেশের মধ্যে প্রথম স্থান কেন্দ্রের কাছ থেকে পুরস্কৃত হয়েছে রাজ্য সরকার। কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী, রাজ্য সরকার ওই অর্থবছরে ২৩.৩৭ লক্ষেরও বেশি সংযোগ প্রদান করেছে। ওড়িশা এবং বিহার যথাক্রমে ১৭.৪৭ এবং ১৭.৩৯ লক্ষ সংযোগ প্রদান করে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে।

Latest article