প্রতিবেদন : হলদিয়ার সুতাহাটায় সমবায় সমিতির ভোটে বিজেপি-সিপিএমকে একেবারে দুরমুশ করে জয়ী হলেন তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। ভোটের ফলাফল ১২-০। সুতাহাটার পল্লিশ্রী সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে তৃণমূল প্রার্থীদের কাছে খড়কুটোর মতো উড়ে গিয়েছেন বিজেপি-সিপিএমের প্রার্থীরা। জানা গিয়েছে, বিজেপির এক প্রার্থী ১টি মাত্র ভোট পেয়েছেন৷ বাকিদের কেউ মাত্র ৪টি কেউ ৫টি ভোট পেয়েছেন। সিপিএমের প্রার্থীদের অবস্থাও একইরকম।
আরও পড়ুন-মানুষের আবেগে নন্দীগ্রামে বিজেপি পার্টি অফিস হল তৃণমূলের কার্যালয়
সুতাহাটার এই সমবায় সমিতির জয়ে উৎসবের আবহ সুতাহাটা ব্লকে। সমবায় সমিতির নির্বাচন হলেও একটা বিষয় পরিষ্কার হয়ে যাচ্ছে, পূর্ব মেদিনীপুরের মানুষ গদ্দার-মুক্ত জেলা চান। এর আগে সমবায় সমিতিগুলিতে শুভেন্দু নিজের পেটোয়া লোকেদের ঢুকিয়ে রেখেছিলেন। এখন সে-সবই হাতছাড়া হচ্ছে। সমবায় সমিতির ভোটার হলেন প্রান্তিক কৃষকরা। তাঁরাই তৃণমূল প্রার্থীদের ভোট দিচ্ছেন। বিজেপি-সহ বাকি তথাকথিত বিরোধী দলগুলিকে প্রত্যাখ্যান করছেন। কিছুদিন আগেও এই জেলার একটি সমবায় সমিতির ভোটে নিরঙ্কুশ জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস।
ভোটের ফলাফল বেরনোর পর সূতাহাটা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অশোক মিশ্র বলেন, এই সাফল্যের পিছনে দুটি বিষয় কাজ করেছে। ১. গ্রামাঞ্চলে রাজ্য সরকারের উন্নয়ন-প্রকল্পের সুবিধা পেয়েছেন প্রান্তিক চাষিরা৷ তাঁদের জীবনযাপনের ক্ষেত্রে যা প্রভূত সাহায্য করেছে৷ ২. সূতাহাটার এই সমবায় সমিতিতে কাস্টমার সার্ভিস পয়েন্ট (সিএসটি) বা ব্যাঙ্কিং পরিষেবা চালু করা হয়েছে। এর ফলে লোন পাওয়া-সহ একাধিক ব্যাঙ্কিং সমস্যা মিটেছে। এগুলি দাগ কেটেছে মানুষের মনে।
আরও পড়ুন-নিয়োগে কেরলের বাম মেয়র দলের তালিকা চাইলেন শীর্ষ নেতার কাছে
তাঁর সংযোজন, এখানকার কিছু মানুষ ভুল করে বিজেপিকে ভোট দিয়েছিলেন। এখন তাঁরা তাঁদের ভুল বুঝতে পেরেছেন। মানুষ এখন তৃণমূল কংগ্রেস ও রাজ্য সরকারের ওপরেই আস্থা রাখছেন।