ওয়ার্ড সংখ্যা নিয়ে আপত্তির নিষ্পত্তি হাওড়ায়

হাওড়া পুর এলাকার ওয়ার্ড সংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ৬৬ করা সংক্রান্ত খসড়া তালিকা নিয়ে ওঠা অভিযোগের নিষ্পত্তি করল প্রশাসন।

Must read

সংবাদদাতা, হাওড়া : হাওড়া পুর এলাকার ওয়ার্ড সংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ৬৬ করা সংক্রান্ত খসড়া তালিকা নিয়ে ওঠা অভিযোগের নিষ্পত্তি করল প্রশাসন। এই খসড়া তালিকা নিয়ে প্রশাসনের কাছে ১৮টি আপত্তি জমা পড়েছিল। তার মধ্যে ৫টি আপত্তির সারবত্তা থাকায় সেগুলি খতিয়ে দেখে প্রশাসনের তরফে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হয়।

আরও পড়ুন-আমি সহযোদ্ধা, বস হতে আসিনি বৈঠকে বললেন সেচমন্ত্রী পার্থ

এই উপলক্ষে সোমবার হাওড়ার জেলাশাসক মুক্তা আর্য সর্বদলীয় বৈঠক করেন। বৈঠকে তৃণমূলের তরফে দলের মধ্য হাওড়ার সভাপতি নিলয় ঘোষাল ও আইএনটিটিইউসির হাওড়া সদরের সভাপতি প্রাণকৃষ্ণ মজুমদার উপস্থিত ছিলেন। বৈঠকে এলাকা পুনর্বিন্যাস সংক্রান্ত সমস্ত আপত্তির মীমাংসা হয়ে যাওয়ায় এবার ওয়ার্ড সংরক্ষণের বিষয়টি চূড়ান্ত করা হবে। তারপরই ৬৬টি ওয়ার্ডের এলাকা পুনর্বিন্যাস সংক্রান্ত চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

Latest article