সংবাদদাতা, বাঁকুড়া : কারখানার শ্রমিকেরাই আগলে রাখতে চান কারখানাকে। সেই লক্ষ্যে কারখানা ও শ্রমিকদের সমর্থনে কারখানার গেটে এক সভার আয়োজন করেছিলেন তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র সদস্য শ্রমিকেরা। সম্প্রতি কিছু শ্রমিক কারখানার গেটে বিক্ষোভ অবস্থান করেন বিভিন্ন দাবি নিয়ে। সদ্য অবসরপ্রাপ্ত শ্রমিক স্বপন বাগদি জানান, দীর্ঘদিন বন্ধ হয়েছিল এই কঙ্কাস্ট ফেরো অ্যালয়। বন্ধ থাকাকালীন শ্রমিকদের কড়া নজরে আইনিভাবে মালিকানা হাতবদল হয়। নতুন পরিচালন সমিতির নেতৃত্বে গত অক্টোবরে কারখানাটির পুনর্জন্ম হয়ে কাজ শুরু করে। বর্তমানে নাম ‘অলকানন্দা বালমুকুন্দ ইস্পাত প্রাইভেট লিমিটেড।’
আরও পড়ুন-দুর্ঘটনায় হত স্বামী, গুরুতর জখম স্ত্রী
কয়েকদিনের মধ্যেই পুরনো কারখানার ৩৮৪ জন শ্রমিকের মধ্যে প্রায় ৩১৫ জনের কাজ নিশ্চিত হয়ে গিয়েছে। যাঁরা কাগজপত্র পাননি, তাঁরা নির্দিষ্ট বয়সসীমা অতিক্রম করেছেন, অনেকে প্রয়োজনীয় পরিচয়পত্র বা নথি জমা দিতে পারেননি। তাই দেরি। তবে ডিসেম্বরের মধ্যে সবার নিয়োগ প্রক্রিয়া শেষ হবে। মাত্র কয়েকদিনেই মালিক-শ্রমিক সম্পর্কে দৃষ্টান্ত তৈরি করেছে এই কারখানা। শেষ মাসের যাঁরা প্রাপ্য পাওনা পেয়েছেন, সেই অর্থ সরাসরি ব্যাঙ্কে জমা হয়েছে। শ্রমিকেরা বেজায় খুশি। তাঁরা কারখানাকে নয়নের মণি করে আগলে রাখতে চান। কোনও বিপদের আঁচ লাগতে দিতে চান না।
আরও পড়ুন-এখন চাইলেই স্কুলে যেতে পারবেন শিক্ষকরা, ২৬৮ জনের চাকরি ফেরাল পর্ষদ
এক শ্রমিক বিপদতারণ গোস্বামী জানান, কারখানাটা মায়ের মতো, আমরা তাকে আগলে রাখব। গতকাল যেসব শ্রমিক বা রাজনৈতিক নেতা বক্তব্য রাখতে এসেছিলেন, তাঁরা না জেনে বলেছিলেন। শ্রমিকদের মন ভেঙে যাচ্ছিল। তাই আজ আমরা সমস্ত শ্রমিকের পাশে থাকার জন্য এই সভার আয়োজন করেছিলাম।