প্রতিবেদন : জলসংকট ও জল সংরক্ষণ নিয়ে মানুষকে সচেতন করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করলেন মধ্যপ্রদেশের বিজেপি সাংসদ জনার্দন মিশ্র। বিজেপি সাংসদ বলেন, ভূগর্ভস্থ জলের সঞ্চয় ক্রমশই শেষ হয়ে আসছে। ভূগর্ভস্থ জল বাঁচিয়ে রাখা অত্যন্ত জরুরি। প্রয়োজনে আপনারা মদ্যপান, তামাক বা ধূমপান করুন কিন্তু জল নষ্ট করবেন না। জলের গুরুত্ব বোঝার চেষ্টা করুন। ইতিমধ্যেই মন্ত্রীর এই বিতর্কিত মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এক আলোচনাচক্রে বিজেপি নেতা বলেন, বর্তমানে বেশিরভাগ জলাশয়ই শুকিয়ে আসছে। মানুষ নলকূপ ও গভীর নলকূপের মাধ্যমে বেহিসাবি ভাবে ভূগর্ভস্থ জল তুলে নিয়ে তা ক্রমশই নিঃশেষ করে ফেলছে। তাই জল সংরক্ষণ করা অত্যন্ত প্রয়োজন। যদি ব্যবহৃত জলকে পুনরায় ভূগর্ভে ফেরানোর ব্যবস্থা করা না যায় তবে আগামী প্রজন্ম চরম সংকটে পড়বে। জল সংরক্ষণের জন্য বিনিয়োগ করতেও মানুষকে আহ্বান জানান সাংসদ।
আরও পড়ুন-ভোট আসতেই সিএএ নাটক মোদির
বিজেপি জনপ্রতিনিধির এই দায়িত্বজ্ঞানহীন মন্তব্য নিয়ে বিভিন্নমহলে কড়া সমালোচনা করা হয়েছে৷ অনেকেই বলছেন, জনপ্রতিনিধিদের দায়িত্ব সাধারণ মানুষকে সচেতন করা৷ জল সংরক্ষণ নিয়ে সুচিন্তিত পরামর্শ দেওয়ার বদলে ওই বিজেপি সাংসদ যেভাবে মানুষকে অস্বাস্থ্যকর নেশার দ্রব্য ব্যবহারের পরামর্শ দিয়েছেন তা অভাবনীয়৷