প্রতিবেদন : বিধানসভার শীতকালীন অধিবেশনে সিএএর বিরোধিতা করে নিন্দা প্রস্তাব আনতে চলেছে তৃণমূল। এই অধিবেশনেই রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশনে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) বিরোধিতা করে নিন্দা প্রস্তাব আনতে চলেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল চায়, বিরোধীরাও এই নিন্দা প্রস্তাবের সমর্থনে এগিয়ে আসুন। আগামী ১৮ নভেম্বর শুরু হবে এই অধিবেশন।
আরও পড়ুন-ডিভিশন বেঞ্চে রাজ্য
জানা গিয়েছে, আগামী ডিসেম্বর মাসেই দেশ জুড়ে কেন্দ্রীয় সরকার কার্যকর করতে পারে নাগরিক সংশোধনী আইন। এরপরই বিধানসভায় সিএএ বিরোধী নিন্দা প্রস্তাব আনার প্রস্তুতি শুরু করেছে তৃণমূল পরিষদীয় দল। যদিও রাজ্য বিধানসভায় এই প্রস্তাব আনা হলে উত্তাল হতে পারে অধিবেশন। যেদিন বিধানসভায় সিএএ বিরোধী প্রস্তাব আনা হবে সেদিন তার ওপর বক্তৃতা করবেন বিরোধী দলনেতা। তাই এই নিন্দা প্রস্তাবকে ঘিরে আগামী শীতকালীন অধিবেশনের উত্তাপ যে কয়েক গুণ বাড়বে, তা একবাক্যেই মেনে নিচ্ছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
আরও পড়ুন-পটপূর্ণিমা নামে খ্যাত রাস
এরই পাশাপাশি, বিজেপির মতুয়া সম্প্রদায়ের বিধায়করাও যত তাড়াতাড়ি সম্ভব সিএএ কার্যকরী করার পক্ষপাতী। কারণ গত বিধানসভা নির্বাচনে বিজেপি, মতুয়া অধ্যুষিত বিধানসভা কেন্দ্রগুলিতে ভাল ফল করেছিল। তাই বিজেপির পক্ষে সিএএ নিয়ে নিন্দা প্রস্তাবের বিরোধিতা করার সম্ভাবনা প্রবল। মঙ্গলবার পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, এই অধিবেশনে বেশ কিছু বিলের সঙ্গে নিন্দা প্রস্তাব আনার কথাও ভাবছে রাজ্য সরকার।