প্রতিবেদন : মহারাষ্ট্রের গেরুয়া সরকারের দায়িত্বজ্ঞানহীন আচরণের জেরে এবার পেঁয়াজও সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে। শীতের মরশুমে একধাক্কায় হুড়মুড়িয়ে বাড়ল পেঁয়াজের দাম। পুজোর আগেও যে পেঁয়াজ ২৫ থেকে ৩০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। পুজো পার হওয়ার পর এক ধাক্কায় তা বেড়ে গেল ৪৫ থেকে ৫০ টাকা কেজি। এক সপ্তাহের মধ্যেই কেজিতে ১৫ টাকা বেড়ে গিয়েছে। অর্থাৎ, এক সপ্তাহের মধ্যে পেঁয়াজের দর প্রায় ৪০-৫০ শতাংশ বেড়ে গিয়েছে।
আরও পড়ুন-সমাজবিরোধী আমদানি করছে বিজেপি : মন্ত্রী
এভাবে পেঁয়াজের মূল্যবৃদ্ধির প্রসঙ্গে ব্যবসায়ী মহলের দাবি, এ রাজ্যে চাষ হওয়া সুখসাগর পেঁয়াজ প্রায় ফুরিয়ে এসেছে। সুখসাগরের জোগানের ঘাটতি পুরণে তাই নির্ভর করতে হচ্ছে মহারাষ্ট্রের নাসিকের পেঁয়াজের উপর। মহারাষ্ট্র থেকে যে পরিমাণ পেঁয়াজ এ রাজ্যে আসছে, তা প্রয়োজনের তুলনায় খুবই কম। কর্নাটক আর তেলেঙ্গানা থেকেও পেঁয়াজ আমদানি করা হয়। ভিন রাজ্য থেকে আমদানি করা পেঁয়াজের উপর নির্ভরশীলতা বাড়তেই ফের বাড়তে শুরু করেছে দাম। চড়া দামে ভিন রাজ্য থেকে পেঁয়াজ আমদানি করার ফলে পাইকারি-খুচরো বাজারেও দাম বাড়ছে।