ফোর্বসে বাংলার সোমা

চাকরি ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানিতে। ধাপে ধাপে সংস্থার ডিরেক্টর হন। ২০২১-এ সেইলে যোগ দেন। পদ কর্পোরেট ডিরেক্টর।

Must read

প্রতিবেদন : বাংলার সম্মান। বাংলার স্বীকৃতি। ফোর্বস ম্যাগাজিনে স্থান করে নিলেন বাংলার কৃতী মহিলা সোমা মণ্ডল। এশিয়াজ পাওয়ার বিজনেস উওমেন-২০২২ তালিকায় তিনি স্থান পেয়েছেন। ভারত থেকে ৩ জন রয়েছেন। সোমা তার মধ্যে অন্যতম। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া (সেইল)-এর চেয়ারপার্সন সোমা রউরকেল্লা থেকে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করেন।

আরও পড়ুন-ডেঙ্গি রুখতে জেলাশাসকদের এলাকা পরিদর্শনের নির্দেশ, জেলায় চিকিৎসক দল পাঠাবে নবান্ন

চাকরি ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানিতে। ধাপে ধাপে সংস্থার ডিরেক্টর হন। ২০২১-এ সেইলে যোগ দেন। পদ কর্পোরেট ডিরেক্টর। প্রথম মহিলা যিনি সেইলে এই দায়িত্ব পেলেন। দায়িত্ব পেয়েই বার্ষিক আয় বাড়িয়ে ১.০৩ লক্ষ কোটি টাকায় পৌঁছে দিয়েছেন। সংস্থার মুনাফা হয়েছে ১২ হাজার কোটি টাকা। এমন কৃতী ফোর্বসে স্থান পাবেন না তো কোথায় পাবেন?

Latest article