প্রতিবেদন : দক্ষিণেশ্বর (Dakshineswar Temple- Calcutta High Court) মন্দিরে অনিয়মের অভিযোগ এনে মামলা হল কলকাতা হাইকোর্টে। প্রশ্ন উঠেছে শতাব্দীপ্রাচীন দক্ষিণেশ্বরের মন্দিরের সম্পত্তি নিয়ে। সম্প্রতি দক্ষিণ ভারতের তিরুপতি বালাজি মন্দির ট্রাস্ট তাদের সম্পত্তির পরিমাণ ঘোষণা করার পর এই বিষয়ে প্রশ্ন উঠছে। সেবায়েত ও ভক্তদের একটি অংশ দায়ের করেছেন কলকাতা হাইকোর্টে মামলা (Dakshineswar Temple- Calcutta High Court)। পিটিশনে অভিযোগ করা হয়েছে বিপুল পরিমাণ সম্পত্তিরও হিসেব পাওয়া যাচ্ছে না। দক্ষিণেশ্বর মন্দিরে নিয়ে এইসব অনিয়মের অভিযোগ তুলে মামলায় শুনানি হয় প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে। কিন্তু মন্দির কর্তৃপক্ষের দাবি, কোনও অনিয়ম হয়নি। সব কিছুর যথাযথ হিসেব রয়েছে। দুপক্ষের সওয়াল-জবাবের পরে আগের বিভিন্ন মামলার অর্ডার কপি আদালতে জমা দেওয়া নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ৫ ডিসেম্বর ফের এই মামলার শুনানি।
আরও পড়ুন-রাসমেলাকে ট্যুরিজম ডেস্টিনেশন ম্যাপে আনার নির্দেশ, কেন্দ্রের চক্রান্তের বিস্ফোরক অভিযোগ নদিয়ার মঞ্চে