সংবাদদাতা, বারাসত : রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশে এক মাস ধরে বুথে বুথে চলবে ভোটার তালিকায় নাম তোলা ও সংশোধনের কাজ। বুধবার উত্তর ২৪ পরগনার জেলাশাসক শরদকুমার দ্বিবেদী এই কাজের উদ্বোধন করেন। প্রচার ও প্রসারের উদ্দেশ্যে জেলাশাসকের দফতর থেকে একটি সুসজ্জিত ট্যাবলোর পতাকা নেড়ে যাত্রার শুভসূচনা করেন তিনি।
আরও পড়ুন-বাড়ছে আরও ১০ শয্যা, চলতি মাসেই চালু হচ্ছে হাইব্রিড সিসিইউ, অত্যাধুনিক পরিষেবা উত্তরবঙ্গ মেডিক্যালে
সামনেই পঞ্চায়েত নির্বাচন। সেই নিরিখে প্রথম পর্যায়ে ভোটার তালিকার কিছু সংশোধন বা নতুন নাম সংযুক্তি চলবে বুথে বুথে। জেলাশাসক বলেন, সামারি রিভিশন অফ ইলেকট্রোরাল রোল বা ভোটার তালিকা বিশেষ সংক্ষিপ্ত সংশোধন কর্মসূচি ২০২৩-এর কাজ চলবে ৮ ডিসেম্বর পর্যন্ত। নতুন নাম তোলা, ঠিকানা বদল, তথ্য সংশোধন, প্রতিবন্ধী সংযুক্তিকরণ ও ভোটার কার্ডের সঙ্গে আধার সংযুক্তি-সহ বিভিন্ন কাজ হবে। প্রতিদিন ২টা থেকে ৪টে পর্যন্ত। শনি ও রবিবার বুথ লেভেল অফিসার এবং এজেন্টরাও থাকবেন বলে জানান তিনি।