সংবাদদাতা, শিলিগুড়ি : উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ পরিদর্শন করলেন উপাচার্য ড. ওমপ্রকাশ মিশ্র (Omprakash Mishra)। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদের দায়িত্ব নেওয়ার পর থেকেই পঠন পাঠন থেকে শুরু করে শিক্ষা সংস্কৃতি ফিরেছে মূল স্রোতে। শুধু পঠন পাঠন নয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা সমস্ত বিষয়কেই গুরুত্ব সহকারে দেখছেন তিনি। এমনকি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় অধীনে থাকা হিল বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন কয়েকদিন আগে। আর এবার বৃহস্পতিবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের নিজে গিয়ে পরিদর্শন করেন উপাচার্য। ওমপ্রকাশ মিশ্র (Omprakash Mishra) বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগ, সমাজবিদ্যা বিভাগ ও বাণিজ্য বিভাগ-সহ ১৭টি বিভাগ পরিদর্শন করেছেন।
আরও পড়ুন-ভাঙা হচ্ছে দুই ২৪ পরগনা