এবার স্ক্রাব টাইফাস নিয়ে উদ্বেগে রাজ্য স্বাস্থ্য দফতর। স্ক্রাব টাইফাস আতঙ্কে জলপাইগুড়ি (Scrub Typhus- Jalpaiguri)। ইতিমধ্যেই এই রোগে আক্রান্ত হয়ে বেসরকারি হাসপাতালে দুজন চিকিৎসাধীন।
আরও পড়ুন: সেতু মেরামতিতে তৎপর তৃণমূল সরকার, এবার সাঁতরাগাছি সেতুর মেরামতিতে ছাড়পত্র
জলপাইগুড়িতে (Scrub Typhus- Jalpaiguri) ডেঙ্গি পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে জানিয়েছে স্বাস্থ্য দফতর।তবে এরই মাঝে স্ক্রাব টাইফাসের উপস্থিতি নতুন করে উদ্বেগ ছড়িয়েছে জেলায়। জানা গিয়েছে, আক্রান্তরা শহরেরই বাসিন্দা। আক্রান্তদের মধ্যে একজন গৃহবধূও রয়েছেন।জানুয়ারি থেকে এই পর্যন্ত ৫৯ জন এই পোকার কামড়ে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৩ জনের। মূলত চা বাগান এবং জঙ্গল সংলগ্ন এলাকায় এই রোগের প্রকোপ বেশি দেখা যাচ্ছে। চিকিৎসকরা বলছেন, মূলত ট্রম্বিকিলিড মাইট বা ক্ষুদ্র পোকার কামড় থেকেই এই রোগ ছড়ায়। ডেঙ্গির মাঝে নতুন করে স্ক্রাব টাইফাসের হানা দেওয়ায় উদ্বিগ্ন পুরসভাও।