প্রতিবেদন : মুখ্যমন্ত্রীর ঘোষণামতো এ-বছরও রাজ্য সরকার দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের হাতে ট্যাব তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের উচ্চমাধ্যমিক স্কুলের পাশাপাশি বৃত্তিমূলক বা ভোকেশনাল স্কুলের ছাত্র-ছাত্রীদের এবং মাদ্রাসার পড়ুয়াদেরও ট্যাব দেওয়া হবে। তার জন্য কারিগরি শিক্ষা দপ্তর থেকে বৃত্তিমূলক শিক্ষার স্কুলগুলিকে এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ থেকে রাজ্যের উচ্চমাধ্যমিক স্কুলগুলিতে চিঠি পাঠিয়ে নির্দিষ্ট প্রোফরমায় ছাত্র-ছাত্রীদের নাম, ব্যাঙ্ক-সংক্রান্ত তথ্য ইত্যাদি জমা দিতে বলা হয়েছে।
আরও পড়ুন-তৃণমূলের শহিদমঞ্চে রাতে বিজেপির হামলা সকাল থেকে প্রতিবাদ
মাদ্রাসার পড়ুয়াদের ক্ষেত্রেও মাদ্রাসা বোর্ড এই পথে হেঁটেছে। একই সঙ্গে এই ৩টি বোর্ড থেকেই গতবছর যারা ট্যাব কেনার টাকা পেয়েছিল সেই টাকার ইউসি সার্টিফিকেট চেয়ে পাঠানো হয়েছে। কিন্তু এখানেই গোল বেধেছে। গতবছর যারা দ্বাদশ শ্রেণির পড়ুয়া ছিল তাদের অনেকেই এই বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়ে দিয়েছে। ফল বার হয়ে যাওয়ার পরে তাদের সিংহভাগের সঙ্গে স্কুল কর্তৃপক্ষের কোনও যোগাযোগই নেই। এই অবস্থায় ইউসি কোথা থেকে জোগাড় হবে তা নিয়ে যেমন প্রশ্ন উঠেছে তেমনি যারা ট্যাব কেনার টাকা অন্য খাতে খরচ করেছে তারা কোথা থেকে ইউসি জমা দেবে তা নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে।