পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পর দাদা নওয়াজ শরিফকে (Nawaz Sharif- Passport) নিরাপদে দেশে ফেরাতে তৎপর হয়েছিলেন ভাই শাহবাজ শরিফ। শেষ পর্যন্ত তাঁর সেই চেষ্টা ফলপ্রসূ হয়েছে। শুক্রবার পাকিস্তান বিদেশ দফতর লন্ডনে স্বেচ্ছানির্বাসনে থাকা প্রাক্তন প্রধানমন্ত্রী তথা পাকিস্তান মুসলিম লিগ (এন) প্রধান নওয়াজের কুটনৈতিক পাসপোর্ট পুনর্নবীকরণ করেছে। ইমরান খানের জমানায় নওয়াজের ওই পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়েছিল। পাক সংবাদমাধ্যম জানিয়েছে, আগামী পাঁচ বছর ওই কূটনৈতিক পাসপোর্টের (Nawaz Sharif- Passport) সাহায্যে পাকিস্তানে আসতে, থাকতে এবং পাকিস্তান থেকে অন্য দেশে যেতে পারবেন নওয়াজ। ২০১৯ সালে চিকিৎসার কারণে চার সপ্তাহের জন্য নওয়াজকে লন্ডন যাওয়ার অনুমতি দিয়েছিল সে দেশের আদালত। কিন্তু লন্ডনে গিয়ে নওয়াজ আর দেশে ফেরেননি।
আরও পড়ুন-বিজেপির প্রার্থীতালিকায় ধর্ষণ, গণহত্যার মদতদাতাদের নাম